এই মুহূর্তে




কালনার ধাত্রীগ্রামে ৩০০ বছরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, ভক্তদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, কালনা : জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চন্দননগর, কৃষ্ণনগরের কথাই প্রথমে মনে আসে। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই হয় জগদ্ধাত্রী আরাধনা। তবে চন্দননগর, মানকুণ্ডু, কৃষ্ণনগরে বেশি পুজো হয়। রাজ্যের অন্যত্র নবমীর দিনেই মায়ের পুজো করা হয়। বৃহস্পতিবার নবমী। কলকাতা সহ রাজ্যের সর্বত্রই এদিন পূজোর আয়োজন করা হয়েছে। কালনার ধাত্রীগ্রামে ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে। বৃহস্পতিবার সকাল থেকেই এখানে তৎপরতার সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে।

নবমী ও দশমীর দিনে পুজো করা হয়। নবমীতেই সপ্তমী, অষ্টমী পুজোর রীতি রয়েছে। একদিনেই হয় তিনদিনের পুজো। রাজ্যে মা যখন পূজিত হচ্ছেন জগদ্ধাত্রী হিসেবে, তখন কালনার ধাত্রীগ্রামে মা পরিচিত ধাত্রীমাতা নামে। স্থানীয়দের মতে, জগদ্ধাত্রী মাতার পুজো থেকেই গ্রামের নামকরণ। কথিত আছে, প্রায় ৩০০ বছর আগে চন্দ্রপতি গোষ্ঠী নদিয়ার ব্রহ্মশাসন থেকে এসে ধাত্রীগ্রামে থাকছিলেন। চন্দ্রপতি গোষ্ঠীর পণ্ডিত রামচন্দ্র তর্কসিদ্ধান্ত কয়েকটি টোল তৈরি করে সেখানে শিক্ষা দেওয়া শুরু করেছিলেন। দূর দূরান্ত থেকে অনেকে এসে পড়াশোনা করতেন। তাঁরই এক বংশধর স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের। তারপর থেকেই পুজোর আয়োজন করা হয়ে আসছে। অন্য জায়গার তুলনায়, এখানকার জগদ্ধাত্রী অন্যরকম। অন্যান্য জগদ্ধাত্রী সিংহবাহনী হলেও এখানে দেবী নরসিংহের ওপর অধিষ্ঠিত। রীতি নীতি মেনে ছাগবলি দেওয়া হয় এখানে। আগে স্থায়ী মন্দির না থাকলেও এখন স্থায়ী মন্দির তৈরি করা হয়েছে।

পুজো দুদিনের হলেও মন্দির চত্বরে মেলার আয়োজন করা হয়। ৭দিন ধরে চলে এই পুজো। বৃহস্পতিবার নবমীর পুজোর আয়োজন করা হয়েছে। সমু্দ্রগড়, কালনা, শান্তিপুর সহ ২০-২৫টি গ্রামের মানুষ ভিড় জমান। এই ধাত্রীমাতা খুব জাগ্রত বলে জানা যায়। মায়ের কাছে অনেকেই মানত করেন। মানত পূরণ হলে পুকুরে স্নান সেরে দণ্ডি কাটেন তাঁরা। ধুনো পোড়া দেওয়া হয়। মায়ের পুজোর জন্য সারাবছর অপেক্ষায় থাকেন ভক্তরা। বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। লম্বা লাইনে দাঁড়িয়ে চলছে পুজো দেওয়ার অপেক্ষা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ