এই মুহূর্তে




নৌকায় পদ্মা নদী পার হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: বিএসএফের নজর এড়িয়ে নৌক করে পদ্মা নদী পার হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পরল বাংলাদেশি দুই যুবক।বুধবার গভীর রাত ডোমকল থানার পুলিশ মুর্শিদাবাদের ডেমকলের ভাতসালার কাছে একটি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বাংলাদেশি সিম কার্ড (Bangladeshi Sim Card)সহ দুটি মোবাইল। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম আকাশ সেখ (২০), বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। আর এক জনের নাম রবি সেখ @ সানু (১৯) ।বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ভাতসালার কাছে ডোমকল থানার আই(IC)সি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে।

তাদের কাছে তল্লাশি চালিয়ে বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে, উভয়ই বাংলাদেশে থেকে নৌক করে পদ্মা নদী(Oadma River) পার হয়ে অবৈধ ভাবে ভারতে সীমান্তে প্রবেশ করে বলে জানায়। এছাড়া তারা কোনও বৈধ ভ্রমণের নথি দেখাতে ব্যর্থ হয়ে এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। যথাযথভাবে, একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। কি কারনে তারা ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছিল তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ। অন্যদিকে,ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশের অনুপ্রবেশকারী গ্রেফতার পুলিশ ও বিএসএফের (BSF)যৌথ উদ্যোগে রানীনগরে।

বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের রাণীনগর থানার(Raninagar P.S.) হারুডাঙ্গা এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। তাদের বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ ।তবে কি কারণে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে,পুলিশ সূত্রের ধৃতদের নাম জানা যায় 1) মোঃ তরিকুল ইসলাম (৩০) ২) মোঃ জসিমউদ্দিন (২৯ ) 3) মোঃ নূর ইসলাম (৩৬) 4) মোঃ রবিউল ইসলাম। ধৃত চারজনেরই বাড়ি রাজশাহী জেলা এলাকায় বলেই পুলিশ সূত্রে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ