এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ট্রেনের সামনে মরণঝাঁপ নবদম্পতির, চাঞ্চল্য অশোকনগরে

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা কী অপরাধ? নাকি বিয়ে করা অপরাধ? কিন্তু এদেশে সমাজে ভালবাসা আজও একশ্রেনীর মানুষের কাছে অপরাধ হিসাবে রয়ে গিয়েছে। একইরকম ভাবে ভালবেসে বিয়ে(Love Marriage) করাও যেন এক অপরাধ(Crime) হয়ে থেকে গিয়েছে। আইনের চোখে আবার ১৮ বছরের নীচেকার বিয়ে অবৈধ। আর সেই অবৈধতার জেরে দেশের মধ্যে নানা সময়েই দেখা যাচ্ছে কখনও পাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে তো কখনও অপহরণের অভিযোগে। তাঁদের জেলও হচ্ছে। কিন্তু আজও ভালাবেসে বিয়ে করার প্রবণতা কমছে না দেশজুড়ে। যতই প্রচার চলুক দেশ জুড়ে নাবালিকাদের বিয়ে করার ক্ষেত্রে কোনও খামতি দেখা যাচ্ছে না। যেখানে এই নিয়ে আইনের কড়াকড়ি নেই সেখানে কোনও ঝামেলাও হচ্ছে না। কিন্তু যেখানেই আইনের কড়াকড়ি নেমে আসছে সেখানে আবার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নবদম্পত্তি(Married Couple) চরম কোনও পদক্ষেপ নিয়ে নিচ্ছে। ঠিক যেমনটি ঘটল বাংলার বুকে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অশোকনগরে(Ashoknagar)। সোমবার ভোরের ট্রেনের সামনে মরণঝাঁপ দিয়ে নিজেদের শেষ করে দিল এক নবদম্পতি।

আরও পড়ুন বঙ্গ বিজেপিতে জেলা সভাপতিদের মাথায় বসছে ‘Incharger’রা

জানা গিয়েছে, অশোকনগর কল্যাণগড় পুরসভার বাসিন্দা তুষার দাসের(২২) সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল এক নাবালিকার। ভালবাসার টানেই তুষারের হাত ধরে ঘর ছেড়েছিল নাবালিকা। সেই সময়ে ওই নাবালিকার ১৮ বছর হতে মাত্র ৬ মাস বাকি ছিল। তবু পরিবারের অনুমতি ছাড়া প্রেমিকের সঙ্গে দিন চার আগেই বিয়ে সেরে ফেলেছিল সে। বিয়ে করে তুষারের বাড়িতে বউ হিসেবেই সংসার করছিল নাবালিকা। কিন্তু ওই নাবালিকার বাবা গত ২২ তারিখই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তুষারের বিরুদ্ধে। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তাঁর নাবালিকা মেয়েকে তুষার অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। সেই মামলার জেরে এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটির গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এদিন ভোরবেলা সাড়ে ৪টে নাগাদ রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যা করল নবদম্পতি। ৪টে ২০ মিনিটে আপ বনগাঁ লোকালে কাটা পড়ে তাঁরা। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিল যারা তাঁদের জীবনটাই কার্যত আইনের ঘেরাটোপে শেষ হয়ে যেতে হল অকালেই। তাঁদের আত্মহত্যাই কার্যত বলে দিচ্ছে তাঁদের ভালবাসায় কোনও খেদ ছিল না। দুইজন দুইজনকে ভালবাসতে পেরেছিল বলেই একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিতে পেরেছে। মেয়ের বাবা তুষারের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে কোন রাজভোগ পেলেন এখন সেটাই প্রশ্ন!

আরও পড়ুন এপ্রিল থেকেই রেশন গ্রাহকদের চোখ স্ক্যান করে আধার নম্বর যাচাই

এই ঘটনায় সমাজতত্ত্ববিদদের অভিমত, ১৮ বছরের নীচে বিয়ে করা অপরাধ এটা সংবিধানের কোথাও বলা নেই। ১৮ বছরের নীচে যারা তাঁদের নাবালক বা নাবালিকা হিসাবে বলা আছে। সেক্ষেত্রে তাঁদের অভিভাবক হলেন তাঁদের বাবা-মা। আর ১৮ বছরের বিয়ের বয়সটা মেয়েদের ক্ষেত্রে ঠিক করে দেওয়া হয়েছে তাঁদের শারীরিক কারণের জন্য। যাতে অল্প বয়সে মা হতে গিয়ে তাঁর জীবন বিপন্ন না হয়। শিশুও যাতে সুস্থভাবে পৃথিবীর আলো দেখে। কিন্তু দেখা যাচ্ছে ১৮ বছরের নীচে যারা বিয়ে করছে তাঁদের বিয়েটাকেই অপরাধের তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে করা কেন অপরাধ হবে, বিশেষ করে যেখানে উভয় পক্ষের সন্মতি থাকছে। এক্ষেত্রে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হওয়া প্রয়োজন। আদালতেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া প্রয়োজন। নাহলে এইরকম ভাবে অকালে বহু প্রাণ ঝরে যাবে। মেয়দের বাবা-মাদেরও দায়িত্বশীল হতে হবে। হুটহাট কারও নামে অপহরণ বা ধর্ষণের অভিযোগ দায়ের করা ঠিক নয়। বিদ্বেষ ছেড়ে এইসব স্পর্শকাতর বিষয় ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। আর একটি ছেলে একটি নাবালিকা মেয়েকে যদি বিয়েও করে তা ধর্ষণ বলে কেন চিহ্নিত হবে সেটা আদালতকেও ভাবতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসএসসি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে খুশি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

হাবিবপুরে দিনভর ভোট বয়কটের ডাক ,সন্ধ্যায় ছড়ালো হিংসা, রক্তাক্ত পুলিশ

জীবনের সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী

শিলিগুড়ির ডনবস্কো মোড়ে গাছ ভেঙে পড়ে আহত একজন মহিলা সহ দুই

জঙ্গলমহলে চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতর ও পুলিশের ব্যাপক অভিযান

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর