এই মুহূর্তে




SIR আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, উলুবেড়িয়ায় মৃত যুবক

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। উলুবেড়িয়ার খলিসানিতে এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক SIR আতঙ্কে ভুগছিলেন বলে অভিযোগ। মৃতের নাম জাহিদ মাল (৩০)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুবকের বাড়িতে গিয়েছেন মন্ত্রী পুলক রায়।

রাজ্যে SIR জারি হওয়ার পর থেকেই শুরু হয়েছে মৃত্যু মিছিল।  NRC আতঙ্কে আগরপাড়ার পানিহাটিতে আত্মহত্যা করেছিলেন প্রদীপ কর। তিনি লিখে গিয়েছিলেন NRC আর SIR নিয়ে আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে প্রদীপ করের নাম থাকলেও অন্য চার ভাই বোন NRC- এর আওতায় ছিল। এই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রৌঢ়কে। তাই শেষ পর্যন্ত, আত্মহননের পথই বেছে নেন তিনি।

তারপর দিনহাটার বাসিন্দা বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গত বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের খয়েরবুনি গ্রামে ক্ষিতীশ মজুমদার নামে এক ৯৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কাঁটা হয়ে ছিলেন তিনি। পুশ ব্যাকের ভয় পেতেন প্রবল। সেকথা বলতেনও সকলকে। প্রথমদিন থেকেই নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে ক্ষিতীশ মজুমদারের নাম ছিল না। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্প্রতি বারাকপুরেও কাকলী সরকার নামে এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা তিনি, বিয়ে হয়েছিল বারাকপুরে। তিনিও SIR নিয়ে চিন্তা করছিলেন। সেই কারণেই আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন কাকলী, এমনটাই দাবি পরিবার।  

এই মৃত্যুমিছিল রুখতে চাইছে রাজ্য সরকার। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছেন এ রাজ্যে SIR হবে না, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কিন্তু তারপরেও থামছে না মৃত্যুমিছিল। সেই প্রতিবাদে মঙ্গলের দুপুরে পথে থামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন অভিষেক। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ