-273ºc,
Friday, 2nd June, 2023 8:08 pm
নিজস্ব প্রতিনিধি: মানবিক মুখ। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। এমনকী পরবর্তীকালে যোগাযোগের জন্য নিলেন ওই হতদরিদ্র পরিবারের যোগাযোগ নম্বর।
পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বিশেষ ক্ষমতা সম্পন্ন কিশোর। ১১ বছরের নাবালকের নাম শুভজিৎ ঘটক। কিশোরের মা কবিতা দাস ঘটক জানান, জন্ম থেকেই তাঁর সন্তান অসুস্থ। বলেন, অভিষেক পুরুলিয়া আসছেন জেনে তাঁরা ঠিক করেছিলেন দেখা করে সমস্যার সমাধানের জন্য আবেদন জানাবেন। বৃহস্পতিবার রাস্তাতেও অপেক্ষা করেছিলেন তিনি। সঙ্গে ছিল অসুস্থ সন্তান। তবে প্রাকৃতিক দুর্যোগের জন্য সাক্ষাৎ সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে বান্দোয়ান ডব্লুউ ডি মাঠে অভিষেকের সভা ছিল। সেখানেই কোলে করে অসুস্থ ছেলেকে নিয়ে যান মা কবিতা এবং ঠাকুমা রিনা দেবী। জেলা নেতৃত্বের কাছে খবর পেয়ে তাঁদের সঙ্গে দেখা করেন অভিষেক।
কিশোরের পরিবার জানান, শুভজিৎ বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং তার হাতেও সমস্যা আছে। অভিষেকের কাছে চাওয়া হয় চিকিৎসার জন্য সাহায্য। আশ্বাস দেন অভিষেক। এরপর বাড়ি’র জন্য আবেদন জানানো হয় ওই পরিবারের পক্ষ থেকে। অভিষেক বলেন, একাধিক প্রকল্পে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। সেই তালিকায় আছে আবাস যোজনার টাকাও। শুভজিতের পরিবার আশাবাদী, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।