23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:07 am
নিজস্ব প্রতিনিধি: আলিপুরদুয়ারের (Alipurduar) প্রশাসনিক সভা মঞ্চে তখন সবে বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চের সামনে তখন বসে রয়েছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এও জানিয়ে দেন, অভিষেক সরকারি মঞ্চে সাধারণত আসতে চান না। তবে মুখ্যমন্ত্রীর ডাকের পর ডায়মন্ড হারবারের সাংসদ মঞ্চে উঠে আসেন, না বসে নমস্কার করে কয়েক মুহূর্তের মধ্যে নেমেও যান। এই ঘটনার পর রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মসূচির সঙ্গে দলীয় কর্মসূচির দূরত্ব রাখতে পছন্দ করেন এদিন তার প্রমাণ মিলল।
বৃহস্পতিবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান, ‘আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছে। যেহেতু ও মেঘালয়ে গিয়েছিল। আমি ও বললাম, মঞ্চে আয়। কিন্তু ও বলল, ‘সরকারের অনুষ্ঠান। আমি রাজনৈতিক লোক। আমি যাব না।’ আমি বললাম, তুই তো এক জন সাংসদও। অন্তত এক বার এসে মানুষকে নমস্কার করার জন্য আমি অনুরোধ করব।’
মুখ্যমন্ত্রীর অনুরোধের পর মঞ্চে আসেন অভিষেক। তবে সরকারি কর্মসূচির সঙ্গে রাজনীতির সম্পর্ক না রাখার পক্ষে মুখ্যমন্ত্রীও। অভিষেককে মঞ্চে ডাকলেও তাঁর অবস্থানকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন। তিনি বলেন, ‘আমি খুব পছন্দ করি এটা। সরকারি কর্মসূচিতে রাজনৈতিক লোক কেন থাকবে? এখানে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকের কোনও না কোনও সরকারি পদ রয়েছে। কিন্তু ও (অভিষেক) একজন সাংসদ হিসাবে নিশ্চয়ই থাকতে পারে।’ এরপর মঞ্চে উঠে নমস্কার করে তৎক্ষণাৎ নেমে যান ডায়মন্ড হারবারের সাংসদ।