এই মুহূর্তে




পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার




নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: চিপস-কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এক নাবালকের আত্মঘাতী হওয়ার নেপথ্যে তার নাম উঠে এসেছিল। রবিবার রাতে শুভঙ্করকে কোলাঘাটের জিদায়া থেকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। মৃত নাবালকের বাবা মা জানিয়েছেন, এই ঘটনায় তাঁদের পুলিশের উপর ভরসা ফিরে এসেছে।

দিন পনেরো আগে চিপস চুরির অপবাদে নাবালকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তোলপার হয়েছিল বাংলা। ওই কিশোর মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে লিখে গিয়েছিল, ‘মা আমি চিপস চুরি করিনি’। পাঁশকুড়ার কেশাপাট পঞ্চায়েতের গোঁসাইবেড় গ্রামের বাসিন্দা শুভঙ্কর। সে সিভিক ভলেন্টিয়ার হওয়ার পাশাপাশি একটি মুদিখানা দোকানও চালাত। সেই দোকানেই চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণির পড়ুয়া কৃষ্ণেন্দু দাস। দোকানে গিয়ে কাউকে না দেখতে পেয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করে সে।

কিন্তু তাতে কোনও ফল না হওয়ায় দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট সে নিয়েছিল বলে দাবি। অভিযোগ, এরপর কৃষ্ণেন্দুর পিছনে ধাওয়া করে শুভঙ্কর তাকে আটকায় এবং চোর অপবাদ দিয়ে কান ধরে ওঠবস করায়। কৃষ্ণেন্দু শুভঙ্করকে চিপসের টাকা দিয়ে দেয়। কিন্তু তাতেও শান্ত হয়নি শুভঙ্কর।

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণেন্দুর মা। তিনি সব শুনে ছেলেকে আরও এক প্রস্থ বকাবকি, মারধর করেন। এরপরই বাড়িতে গিয়ে কৃষ্ণেন্দু কীটনাশক পান করে আত্মঘাতী হয় বলে দাবি। মৃত্যুর আগে সে রেখে যায় একটি সুইসাইড নোট।

গত ২৫ মে কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস পাঁশকুড়া থানায় শুভঙ্কর-সহ তার পরিবারের চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশও। কিন্তু এতদিন পরেও কৃষ্ণেন্দুর টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পাঁশকুড়া থানা সূত্রে খবর, রবিবার রাত দেড়টা নাগাদ শুভঙ্করের মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায় কোলাঘাট থানার দেউলিয়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। সেখানে গিয়েই শুভঙ্করকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ