-273ºc,
Friday, 2nd June, 2023 9:17 pm
নিজস্ব প্রতিনিধি: মাও (Maoist) আতঙ্কের মাঝেই আবারও খুনের ঘটনা ঘটল জঙ্গলমহলে। ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ১ যুবককে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যদিও পুলিশের দাবি, এই খুন জুয়া খেলাকে কেন্দ্র করে। অন্যদিকে পুলিশ (Police) মাওবাদী পোষ্টার ফেলার ঘটনায় গ্রেফতার করেছে ২ জনকে।
সোমবার বেলপাহাড়ির ভুলাভেদার শ্যামনগর জঙ্গলে এক দেহ উদ্ধার করা হয়। ওই দেহ ছিল ক্ষতবিক্ষত। ধারালো অস্ত্রের কোপ ছিল মাথার পেছনে। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে পিঠেও। দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও পুলিশের দাবি, জুয়া খেলাকে কেন্দ্র করে বচসা থেকেই এই খুন।
উল্লেখ্য, মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছিল বিনপুর থানার নারায়ণপুর গ্রামে। সাদা কাগজে হাতে লেখা হয়েছিল সেই সমস্ত পোস্টার। লাল কালিতে লেখা ছিল হুমকি। লেখা ছিল, সব তৃণমূল নেতাদের নিয়ে খেলা হবে। পুলিশকে জুতোর মালা পরানো হবে। স্থানীয়রা পোষ্টার দেখতে পেয়ে খবর দিয়েছিল পুলিশে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে এক যুবক ও যুবতীকে। রাজু সিং ও পূজা সিং নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে কাঁকো এলাকা থেকে। তাঁরা যে ঘরে থাকতেন, সেখান থেকেও উদ্ধার করা হয়েছে পোষ্টার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজু সিং প্রায় ৬ মাস আগে সাকরাইলের বাড়ি ছেড়ে চলে আসেন যুবক। ঘরেই থাকেন তাঁর স্ত্রী। বিনপুরের কাঁকো এলাকায় প্রায় ৬ মাস ধরে রাজুর সঙ্গে থাকছেন পূজা। ধৃতের দাবি, তারাই মাও পোষ্টার লিখে বিভিন্ন জায়গায় তা ফেলত। তাঁদের কেউ ফোন করে এই নির্দেশ দিত বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার মুস্তাফা কামাল ওরফে টিপু সুলতান এবং অর্কদীপ গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। টিপু বিশ্বভারতীর অর্থনীতির প্রাক্তন ছাত্র। অর্কদীপ বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র। তাঁদের কাছ থেকে মাও পোস্টার উদ্ধার করা হয়েছে।