এই মুহূর্তে

পুরসভার প্রকল্পে দুর্নীতি, তলব অধিকারী পরিবারের ২ সদস্যকে

নিজস্ব প্রতিনিধি: আবারও দুর্নীতির অভিযোগ উঠল অধিকারী পরিবারের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ফের অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি (BJP)। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই পাঠানো হয়েছে নোটিশ।

মঙ্গলবার জানা যায়, শুভেন্দু অধিকারীর পরিবারের ২ সদস্যকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের (POLICE) পক্ষ থেকে। তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে। অভিযোগ, কাঁথি পুরসভার (CONTAI MUNICIPALITY) বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি করা হয়েছে। অভিযোগের তির শুভেন্দু অধিকারীর এক দাদা ও ভাতৃবধূর দিকে। এক অভিযুক্তদের নাম, কৃষ্ণেন্দু অধিকারী। অপর অভিযুক্ত দিব্যেন্দু অধিকারীর স্ত্রী। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পাঠানো হয়েছে নোটিশ। অভিযুক্তদের জেরা করা হবে। এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী বলেন, এখনও পর্যন্ত কোনও নোটিশ পায়নি অধিকারী পরিবার। উল্লেখ্য, এই অভিযোগ উঠেছিল ১ বছর আগেই। 

উল্লেখ্য, এর আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিল, কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিল সুদীপ্ত। বহুতল নির্মাণের জন্যই এই বিপুল অঙ্কের টাকা জমা দিতে হয়েছিল বলে দাবি। আরও দাবি, বহু লক্ষ টাকা খরচ করে তৈরি করে দিয়েছিল লেবার হাট। সারদাকর্তার অভিযোগ, এতকিছুর পরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু।

এদিন সুদীপ্তর দাবি, এর আগের চিঠিতে মুকুল ও অধীররঞ্জনের নাম দিয়েছিল সে। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম রয়েছে বলে দাবি সারদাকর্তার। এরপরেই বলেন, ৫০ লক্ষ টাকা নিয়ে সব কাজ করালেও বিল্ডিংয়ের প্ল্যান পাশ করাননি শুভেন্দু। আরও দাবি, এর আগেও কাঁথি পুরসভায় টাকা জমা করেছিল সুদীপ্ত, দাবি এমনটাই। দাবি, শুভেন্দু আগেও নিয়েছিলেন ৯০ লক্ষ টাকা। এরপরে সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু অধিকারী শুধু নন। টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৪ বছর আগে শিলান্যাস, আজও বাস্তবায়িত হয়নি আমতা-বাগনান রেলপ্রকল্প

সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

হার নিশ্চিত দেখেই দিল্লিতে ছুট বিজেপি প্রার্থী বিস্তার

ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

‘অমৃতা রায়কে দেখলে বোঝা যায় মেকলের উদ্ধৃতি কত দামী’, দাবি ব্রাত্যের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর