এই মুহূর্তে




নিউ টাউনে স্বর্ণকার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি: অবশেষে স্বস্তি পেলেন নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। আজ বুধবার (২৬ নভেম্বর) শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে বারাসত জেলা আদালত।

গত ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছি থেকে উদ্ধার করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ। তাঁর পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুরে। সল্টলেকের কাছে দত্তাবাদে তাঁর গয়নার দোকান রয়েছে।স্বপনের দেহ উদ্ধারের পরেই তাঁর পরিবারের তরফে  অভিযোগ করা হয়, মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ ২৮ অক্টোবর তাদের দত্তাবাদের দোকানে এসেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চুরির গয়না স্বপনের দোকানে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তদন্তের নাম করে দোকান থেকে তুলে নিয়ে যান স্বপন এবং ওই বাড়ির মালিক গোবিন্দ বাগকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করেন খবরের শিরোনামে থাকা প্রশান্ত। উল্টে তিনি দাবি করেন, ‘তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।’ অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন রাজগঞ্জের বিডিও নিজের দফতরে হাজির ছিলেন না। এই কারণে কমিশনের তরফে তাঁকে কারণ দর্শানোর নোটিশও ধরানো হয়। সরকারি নিয়ম অনুযায়ী, বিডিও স্তরের কোনও আধিকারিককে নিজের কাজের এলাকা ছেড়ে বাইরে যেতে হলে জেলাশাসকের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়েছিল কি না, জেলাশাসকের কাছে তা-ও জানতে চায় কমিশন।  খুন ও অপহরণের মামলা রুজু হওয়ায় কয়েক দিন আগেই আগাম জামিন চেয়ে বারাসত আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত। এদিন শর্তসাপেক্ষে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেলায় প্রথম, সফল কিডনি প্রতিস্থাপন করে নজির গড়ল মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতাল

সলপে শিশু হত্যায় ঠাকুমাকে দিয়ে করানো হবে ঘটনার পুনর্নিমাণ

বোর্ডে লাগানো চার্জার, কানে হেডফোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

এনুমারেশন ফর্মে রাখতে হবে দুজনেরই নাম, দুই সতীনের আবদার শুনে থ বিএলও

বিজেপির রেখা পাত্রের শ্বশুর-শাশুড়িকে চিকিৎসায় বিশেষ সহায়তা প্রদান তৃণমূল বিধায়কের

সরকারি চাকরির নামে টাকা আত্মসাৎ! ১৫টি অ্যাডমিট সহ গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ