27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:33 pm
নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিন তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবস। আর এই দিনেই তৃণমূলের কার্যালয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। শুধু তাই নয় ব্যাপক মারধর করা হয়েছে সবুজ শিবিরের এক কর্মীকে। অভিযোগের তির বিজেপি’র দিকে। ঘটনা হুগলী জেলার ব্যান্ডেলের। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার ভোরে বালিকাটা অঞ্চলের ঘটনা। অভিযোগ, পার্টি অফিসের ভেতরে ঢুকে ৩ বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছে। ভাঙা হয়েছে দরজা, চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র। ফ্লেক্স ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে ফেলা হয়েছে। মারধর করা হয়েছে এক তৃণমূল কর্মীকে। আক্রান্তের নাম রাজু সাউ। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। খবর পেয়ে ওই দলীয় কার্যালয়ে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে আক্রমণ চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরের শেষ রাতে দেরি করে কার্যালয় বন্ধ হয়েছিল। নতুন বছরের প্রথমদিনই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। বর্ষ বিদায়, বর্ষবরণ এবং দলের প্রতিষ্ঠা দিবস নিয়ে আনন্দিত ছিলেন সবুজ শিবিরের স্থানীয় নেতা, কর্মীরা। কার্যালয় বন্ধের পর সকলে বাড়ি ফিরে গেলেও রাজু সাউ নামের ওই সদস্য শনিবার কার্যালয়েই ঘুমিয়ে পড়েছিলেন। এরপর রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দরজা ভেঙে ঢুকে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে ও মারধর চালায়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। চুঁচুড়া থানা সূত্রে খবর, তৃণমূলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের খোঁজ চলছে।