24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:49 am
নিজস্ব প্রতিনিধি: বাগনান কাণ্ডে গ্রেফতার আরও এক। ঝাড়খণ্ডের ইউটিউবার- অভিনেত্রী রিয়া কুমারী খুন কাণ্ডে গ্রেফতার আরও একজন। উল্লেখ্য, মৃতার পরিবারের তরফে চারজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বুধবার আটক করে দফায় দফায় জেরা করা হয় মৃতার স্বামী প্রকাশ কুমারকে। স্বামীও পেশায় ইউটিউবার। স্বামীর বক্তব্যে অসঙ্গতি পেয়ে গত বৃহস্পতিবার গ্রেফতার (ARREST) করা হয় তাঁকে। তারপরে শুক্রবার গ্রেফতার করা হয় তাঁরই বড় ভাই সন্দীপ কুমারকে।
ইশা মালিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে অভিনয় করতেন তিনি। মিউজিক অ্যালবামে অভিনয় করার পাশাপাশি স্বামীর সঙ্গে তিনি ইউটিউবে একাধিক ওয়েব সিরিজও করেছেন তিনি। পুলিশের অনুমান, স্বামী ঘটনা নিয়ে সত্যি কথা বলছেন না। জানা গিয়েছে, বারবার বদল হয়েছে তাঁর বয়ানে।
মৃতার স্বামী কখনও দাবি করছেন, গাড়ির বাইরে থেকে স্ত্রীকে গুলি করে দুষ্কৃতীরা। আবার কখনও দাবি, গাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করেছে দুষ্কৃতী। অন্যদিকে থানা সূত্রে খবর, ওই গাড়িতে গুলির দাগ, খোল, রক্ত কিছুই ছিল না।
মৃতার স্বামীর দাবি, গত বুধবার রাঁচি থেকে কলকাতা জামাকাপড় কিনতে আসছিলেন তাঁরা। বাগনানে ভোর ৬টা নাগাদ শৌচকর্মের জন্য গাড়ি থামিয়েছিলেন স্বামী। তখন গাড়িতে শুধু আড়াই বছরের শিশুকন্যা এবং স্ত্রী। তখনই দুষ্কৃতীরা চড়াও হয়ে ছিনতাই করার চেষ্টা করে। আর তাতে বাধা দিতে গেলেই না কি গুলি চালানো হয়। এরপরে হাসপাতালে স্ত্রীকে নিয়ে গেলে চিকিতসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত। স্বামীর দাবি, ওই সময় রাস্তায় কেউ ছিলেন না। কিন্তু পুলিশ মনে করছে, ওই সময় রাস্তা জনশূন্য থাকার কথা নয়।
স্বামীর বক্তব্য, তাঁর স্ত্রীর মোবাইলে রাতে বাংলা ভাষায় কারও মেসেজ এসেছিল। ধৃতের দাবি, কারও শত্রুতা থাকতে পারে স্ত্রীর সঙ্গে। পুলিশ সূত্রে খবর, রিয়ার স্বামীর বড় ভাইকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।