এই মুহূর্তে




তরিবারি নিয়ে হামলা, জখম চার

নিজস্ব প্রতিবেদক: দিনে দুপুরে তরবারি, লাঠি নিয়ে হামলা। ভয়ঙ্কর হামলার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। হামলার জেরে আহত হয়েছেন উভয় পক্ষের ৪ জন। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দোলের দিন রঙ কেনা নিয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন সুভাষ নগর এক নম্বর এবং দুই নম্বর কলোনীর যুবকদের মধ্যে বচসা হয়। এরপর বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু তারপর সেই ঝামেলার সূত্র ধরে মঙ্গলবার তুমুল মারামারিতে গড়ায়। তরবারি, লাঠি, ব্যাট নিয়ে চলে হামলা। ঘটনায় উভয় পক্ষ মিলিয়ে মোট ৪ জন গুরুতর যখম হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সকলেই। এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুরনো ঘটনার রেশ ধরে আবার গন্ডগোলের সুত্রপাত হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

বাংলায় তরবারি নিয়ে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সমাজ সচেতন মানুষ। অপরাধ প্রবণতা কমাতে ও কথায় কথায় মানুষের মারমুখী মানসিকতায় বদল আনতে সচেতনতা ও সংবেদনশীলতার বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন তাঁরা। মানুষ নিজের মধ্যে থাকা সংবেদনশীলতা আবিষ্কার করতে পাররলে এই ঘটনা কমানো সম্ভব হবে বলে মত সচেতন মানুষ জনের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ