27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:27 pm
নিজস্ব প্রতিনিধি: পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। এদিন ভোরে সকলে মকর স্নান করেন। আজ মকর সংক্রান্তির দিন সকালে এমনই স্নানের চিত্র দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে। অনেক দূর থেকে মানুষ আসেন এই বক্রেশ্বরের (Bakreswar)গরম জলে স্নান করতে। বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর তার মধ্যেই উল্লেখযোগ্য দিন হল মকর সংক্রান্তি। বাংলায় পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।
এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। এদিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে নানান ধরনের পিঠে বানানো হয়।সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। বীরভূমের(Birbhum) কেন্দুলী গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়।
বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ। মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। ‘মকরসংক্রান্তি’ শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ‘সংক্রান্তি’ একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে।
এদিকে পৌষ সংক্রান্তিতে ঘন কুয়াশার চাদরে ঢাকলো মালদা (Malda) শহর। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার (Fog) চাদরে মোড়া রয়েছে গোটা জেলা। যানবাহনের গতিবেগ কমেছে। আজ জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে।