এই মুহূর্তে




বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে




নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর এর বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা।উত্তর ২৪ পরগনার অন্তর্গত বনগাঁ পৌরসভার(Banga Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে রাখি রায় নামে এক মহিলা অভিযোগ তোলেন তার সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিল নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। কিন্তু বর্তমানে তার সঙ্গে যোগাযোগ করছে না, তার কোন খোঁজ নিচ্ছে না। রবিবার রাখি রায় ক্ষোভে ফেটে পড়েন বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে। তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন।

তার অভিযোগ চিরঞ্জিত বিশ্বাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছে। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটাতে পারে তেমন ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। মহিলাকে থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ টাল বাহানার পরে মহিলা কাউন্সিলর এর বাড়ির সামনে থেকে চলে যান। এই বিষয়ে অভিযোগকারী মহিলা রাখি রায় বলেন, চিরঞ্জিত বিশ্বাস দীর্ঘ এক বছর ধরে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল।

তার প্রলভোনে সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়াবাড়িতে এসে থাকেন। কিন্তু সাম্প্রতিক কালে চিরঞ্জিত বিশ্বাস তার সঙ্গে যোগাযোগ রাখছে না। তিনি যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। তিনি চায় চিরঞ্জিত বিশ্বাসের শাস্তি হোক। তিনি আরও দাবি করেছেন শাসকদলের নাম ভাঙ্গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে চিরঞ্জিত বিশ্বাস। যদিও রাখির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস(Councillor Chiranjit Biswas)। তিনি জানিয়েছেন মহিলা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করছেন।

এরকম কোন ঘটনা ঘটেনি। তার সঙ্গে ওই মহিলার ছবি আছে সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন এখন এ আই এর মাধ্যমে ছবি করা যায়। যদিও নির্দল কাউন্সিলর এর বাড়ির সামনের এই ঘটনা নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল একটি ছবি দেখিয়ে জানিয়েছেন চিরঞ্জিত বিশ্বাসের মাথার উপরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হাত রয়েছে, সেই কারণে পুলিশ তাকে ধরছে না। চিরঞ্জিত বিশ্বাস তৃণমূল করে। যদিও চিরঞ্জিত বিশ্বাস নির্দল কাউন্সিলর বলে দাবি করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস ছবি দেখানো প্রসঙ্গে তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে ও তো অনেকের ছবি আছে তাতে কি হয়েছে। যদি সে দোষী হয় আইনতভাবে তাকে সাজা দেবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোলের শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষ ও পুলিশ হাতে ধরা পড়ল এক দম্পতি

ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার প্রধান শিক্ষক

সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যা করলেন স্বামী

বীরভূমের মুরারইয়ে পাথরের লরির তলায় চাপা পড়ে মৃত্যু আদিবাসী বালকের, লরিতে ও রাজস্ব অফিসে আগুন

দুদিন ধরে মায়ের লাশ আগলে ছেলে, রবিনসন স্ট্রিটের ছায়া এবার আলিপুরদুয়ারে  

ট্রেনের গরমে অবহেলায় মৃত্যু বৃদ্ধার, সহযাত্রীরা দেখেও মুখ ঘুরিয়ে চলে গেলেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর