এই মুহূর্তে




বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

নিজস্ব প্রতিনিধি: কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত বাংলা ‘বাঁচাও যাত্রা’র ডাক দিলেন বামেরা। বিধানসভা ভোটের আগে ফের পথে নামছেন বামেরা। রাজনৈতিক মহল বলছে এটা বামেদের আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ওয়ার্ম আপ। এস আই আর আবহের মধ্যে বঙ্গ রাজনীতি বর্তমানে তপ্ত। বিধানসভার নির্বাচনে ২০২৬কে পাখির চোখ করে বড় কর্মসূচির ডাক দিল সিপিআইএম(CPIM)। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে সামনে রেখে ইনসাফ যাত্রার ডাক দেওয়া হয়েছিল এবার বিধানসভা নির্বাচনের আগে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিল আলিমুদ্দিন স্টিট। এই কর্মসূচিতে ভোটের আগে কোমরের জোর কতটা রয়েছে তা বুঝে নিতে ওয়ান মান্থ হিসেবেই মনে করছে সিপিএম নেতৃত্ব।

লোকসভা ভোটের আগে ‘ইনসাফ যাত্রা’ কোচবিহার থেকে শুরু করে কলকাতায়(Kolkata) শেষ হয়েছিল। ব্রিগেডে জনসমাবেশ হয়েছিল। ‘বাংলা বাঁচাও যাত্রা'(Bangla Bachao Yatra) ব্রিগেডে ঘোষণা না হলেও এবারের যাত্রা শুরু হতে চলেছে কোচবিহার থেকে ২৯ শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এই পদযাত্রা শেষ হবে। এই পদযাত্রা হবে ট্যাবেল, গাড়িতে ও পায়ে হেঁটে। বাংলা বাঁচাও যাত্রার ঘোষণা করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান প্রয়োজন ভাষা সংস্কৃতি খেলা সাহিত্য সবকিছুতে বাংলাকে বাঁচাতে হবে।

এছাড়া জল, জমি ,জঙ্গল, স্কুল, হাসপাতাল ,শিল্প সহ রাজ্যকে একাধিক বিষয়ে বাঁচাতে এই বাংলা বাঁচাও যাত্রা বলে দাবি করেছেন মোহাম্মদ সেলিম(MD.Salim)। বামেদের ডাকা এই কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা আগামী বছর বিধানসভা নির্বাচনে আগে যুবসমাজের মধ্যে কতটা প্রতিফলিত হয় সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞরা।মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। বাংলা বাঁচাও-রক্ষা থেকে শুরু করে সব কিছুকে রক্ষা করার জন্যে এই যাত্রা। দেশ বাঁচালে বাংলা বাঁচবে।মৃত মানুষের জন্য ফর্ম বিলি করা হচ্ছে।তৃণমূল নেতারা কীভাবে ফর্ম পেল?অভয়া মেয়েটির নাম তালিকায় থাকল।কেন বলছেন না ভুয়ো ভোট বাদ যাক।জল জমি জঙ্গল বাঁচাও। উত্তরবঙ্গ বাঁচাও। বাংলা বাঁচাও। সুন্দরবন থেকে পাহাড়। সব কিছু লুঠ চলছে। ভোট লুঠের মতো সব কিছু লুঠ করছে।জলাভূমি থেকে মৎস্যজীবীদের উৎখাত করা হচ্ছে। এইভাবেই আদিবাসীদের অধিকার খর্ব করা হয়েছে।নদী বাঁধ বাঁচাও বাংলা বাঁচাওছট পুজোয় নকল যমুনা ঘাট তৈরি করা হয়েছিল ফটো তোলার জন্যেচা শ্রমিক বাঁচাও – বাংলা বাঁচাওচা আমাদের প্রচুর বিদেশি মুদ্রা দিয়েছে।পরিযায়ী শ্রমিক বাঁচাও- বাংলা বাঁচাওপরিযায়ী শ্রমিকদের অধিকার রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু, পরিযায়ীরা মারা না গেলে সে বিষয়ে আমরা জানতে পারি না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

টাকা না দেওয়ায় মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন করল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ