-273ºc,
Sunday, 4th June, 2023 9:41 am
নিজস্ব প্রতিনিধি, কালনা: দুর্গাপূজো নয় বাসন্তী পূজোই গ্রামের সব থেকে বড় উৎসব। আর এই বাসন্তী পূজোকে(Basanti Puja) কেন্দ্র করে এলাকায় বসে গ্রামীণ মেলা। প্রতিটি বাড়িতে হাজির হয় আত্মীয়রা। পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের নন্দগ্রাম কালিতলা এলাকা বাসন্তী পূজো ৬১ বছরে পদার্পণ করল এই বছর। দূর্গা পূজার মতোই ষষ্ঠী থেকে দশমী মোট পাঁচ দিন দেবীর আরাধনা করা হয় এখানে।
সোমবার ষষ্ঠীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন কালনার বিধায়ক(MLA) দেবপ্রসাদ বাগ। উদ্যোক্তাদের তরফে স্বপন অধিকারী তিনি জানান, এই পুজোকে কেন্দ্র করে গ্রামের সমস্ত মানুষ আনন্দে মাতেন। পুজোর ৫ দিন প্রতিদিনই থাকে বিভিন্ন রকম অনুষ্ঠান, মোমবাতি জালানো, শঙ্খধ্বনি প্রতিযোগিতা সহ যাত্রা, বাউল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা।
আর কালীতলার(kalitala) এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজির হয় বহু দর্শনার্থী। পুজোর ৫ দিন জমজমাট থাকে নন্দকগ্রামের এই এলাকা। দুর্গাপূজা নয়, বাসন্তী পুজো, তাই কালনায় সবথেকে বড় মিলন উৎসব।