এই মুহূর্তে




একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু,অমানবিক ঘটনার সাক্ষী থাকল বসিরহাট




নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: গৃহবধূ বুলেট গাড়ি না আনায় শ্বাসরোধ করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর ,শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে ।সবাই পলাতক।অমানবিক ঘটনা সাক্ষী থাকল বসিরহাট(Bashirhat)।একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু। অমানবিক ঘটনা ঘটল।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগরের(Swarupnagar) ঘটনা। গত আট মাস আগে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) বরুনাটে রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামের বছর ২৪ এর তুহিনা পারভীনের সঙ্গে বিয়ে হয় স্বরূপ নগরের বছর ২৭ এর সাব্বির আহমেদ মন্ডল এর সঙ্গে।

মুসলিম শরীয়ত মেনে রেজিস্ট্রি বিয়ে হয়। তারপর থেকে বিভিন্ন সময় পণের দাবিতে কখনো মোটা অর্থ আবার কখনো আসবাবপত্র চাহিদা বাড়তে শুরু করে। এমনটাই অভিযোগ স্বামী, শ্বশুর ,শাশুড়ি সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। চলতি মাসের ২,রা ফেব্রুয়ারি রবিবার সকাল বেলায় পারভীনের কাছে একটি বুলেট গাড়ির দাবি করে স্বামী বলেন বাপের বাড়ি থেকে নিয়ে আসতে। কিন্তু প্রতিবাদ জানায় সে।দুঃস্থ পরিবার ।বাবা গৃহ শিক্ষক ।পাশাপাশি চাষবাস করে দিন গুজরান করেন। বিয়ের সময় সাধ্যমত সোনা, গয়না, টাকা – পয়সা জিনিসপত্র দিয়েছিলেন। মেয়ে কাছে বারবার বুলেট গাড়ির দাবি করলে দিতে না পারায় তাকে গত ৪৮ ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন দেয় বলে অভিযোগ।

মঙ্গলবার দুপুরবেলায় ওই এলাকার অন্য একজন বধুর পরিবারকে জানায় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ধান্যকুড়িয়া গ্রামীন হাসপাতালে(Dhanyakuria Hospital) মৃতদেহ রয়েছে। স্বামী এই খবর দেন গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে। মৃত গৃহবধূর বাবা খলিলুর রহমান গাজী, মা জাহানারা বিবি পরিবারে অন্যান্য সদস্যদের নিয়ে ধান্যকুড়িয়া হাসপাতালে গেলে দেখে তার মেয়ের গলায় শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে ।তাকে শ্বাস রোধ করে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন মৃত বধুর বাবা খলিলুর রহমান গাজী। মাটিয়া থানায় জামাই সাবির আহমেদ মন্ডলের বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে। সেখানে লেখা রয়েছে আমার মেয়েকে কাছে একটি বুলেট গাড়ি চেয়েছিল ফোন করে আমাকে জানিয়েছিল দিতে না পারায় তার জন্য তারা মেরে ঝুলিয়ে দিয়েছে আমার মেয়েকে।তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্ত করার পরে জানা যাবে এটা আত্মহত্যার না খুন? মৃত গৃহবধুর বাবা খলিলুর রহমান গাজী, মা জাহানারা বিবি বলেন ,দোসরা জানুয়ারি রবিবার আমার মেয়ে বারবার ফোন করে বলে একটি বুলেট গাড়ির কথা। সঙ্গে কিছু অর্থ দিতে বলেন। কিন্তু আমরা হতদরিদ্র পরিবার। কোন রকম ভাবে সংসার চলে। দিতে পারিনি। তাই তারা পরিকল্পনা করে মেরে ঝুলিয়ে দিয়েছে। আমরা অবিলম্বে ঘটনার তদন্ত করুক পুলিশও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু একটি বুলেট গাড়ীর জন্য আমার মেয়েকে মেরে ফেলেছে। এর বিচার চাইছি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাক্টরের সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু যুবকের, গুরুতর জখম আরও ২

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর