এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঝালদা কংগ্রেসের, দার্জিলিং অনীতের, ২ পুরসভায় নয়া বোর্ড

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দুই পুরসভায় নির্বাচিত হলেন দুই নতুন পুরপ্রধান। স্বাভাবিক ভাবেই সেখানে এবার নতুন পুরবোর্ডও গড়ে উঠতে চলেছে। এই দুই পুরসভা হল পুরুলিয়ায় জেলার ঝালদা(Jhalda) পুরসভা এবং পাহাড়ের দার্জিলিং(Darjeeling) পুরসভা। সোমবার ঝালদায় জেলা শাসকের প্রতিনিধি হিসাবে থাকা মহকুমা শাসকের উপস্থিতিতে হয় পুরপ্রধান নির্বাচন। সেখানেই কংগ্রেসের(INC) কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় ৭-০ ভোটে নতুন পুরপ্রধান হিসাবে নির্বাচিত হন। তাঁর পক্ষে তিনি নিজে ছাড়াও কংগ্রেসের ৪জন কাউন্সিলর এবং ২জন নির্দল কাউন্সিলর ভোট দেন। অন্যদিকে পাহাড়ে দার্জিলিং পুরসভার নতুন পুরপ্রধান হলেন দীপেন ঠাকুরি। এদিন তাঁকে পুরপ্রধান পদে সমর্থন জানান হামরো পার্টির ৬জন কাউন্সিলর, প্রজাতান্ত্রিক মোর্চার(BGPM) ৮জন কাউন্সিলর এবং তৃণমূলের(TMC) ২জন কাউন্সিলর। ৩ নির্দল কাউন্সিলর এবং হামরো পার্টির বাকি ১২জন কাউন্সিলর এদিনের ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। ঝালদাতেও এদিন পুরপ্রধান নির্বাচনের প্রক্রিয়ায় তৃণমূল অংশগ্রহণ করেনি।

আরও পড়ুন রাজ্যের হলফনামায় ত্রুটি, সুপ্রিমে পিছোল DA মামলা

গত বছরের প্রথমদিকে ভোট হয়েছিল ঝালদায়। সেই নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল উভয়েই ৫টি করে আসন পায়। নির্দলরা জেতেন ২টি ওয়ার্ডে। সেই সূত্রেই কংগ্রেস তাঁদের ৪ বারের কাউন্সিলর তপন কান্দুকে সামনে রেখে ও ২জন নির্দলের সমর্থনে বোর্ড গঠনের তোড়জোড় নিয়েছিল। কিন্তু তপনবাবু খুন হয়ে যাওয়ায় সেই পরিস্থিতির বদল ঘটে। তপনবাবুর খুন নিয়েও কিছু কম জলঘোলা হয়নি। কলকাতা হাইকোর্টে মামলা, সিবিআই তদন্তের নির্দেশ এসবই হয়ে গিয়েছে। তপনবাবুর পরিবার এই খুনের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুললেও এখনও পর্যন্ত সিবিআই তদন্তে এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক অভিসন্ধির কোনও প্রমাণ মেলেনি। তপনবাবুর মৃত্যুর পরে ২জন নির্দলের সমর্থন নিয়ে প্রথমে বোর্ড গড়েছিল তৃণমূল। কিন্তু তপনবাবুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে আবারও কংগ্রেস জেতে। তার পরে পরেই তৃণমূলকে সমর্থন দেওয়া নির্দল কাউন্সিলর তাঁর সমর্থন তুলে নিলে ঝালদা পুরসভায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। তার জেরে আবারও মামলা, পাল্টা মামলার পালা। শেষে এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পুরপ্রধান নির্বাচন হয় ও কংগ্রেস সেখানে বোর্ড গড়তে সমর্থ হল। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের ঘটনায় নির্বাচনী গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করতে চলেছে তৃণমূল। তার জেরে কংগ্রেসের পুরবোর্ড এই পুরসভায় কতদিন থাকবে তা নিয়ে এদিন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন মমতার দেখানো পথেই ডায়মণ্ডহারবারে অভিষেকের প্রশাসনিক সভা

অন্যদিকে দার্জিলিং পুরসভায় ৩২টি আসনের মধ্যে গত বছর ১৮টি আসনে জেতে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পেয়েছিল ৮টি আসন। তৃণমূল পেয়েছিল ২টি আসন। ৪টি আসনে জেতে বিমল গুরুংয়ের সমর্থিত ৪ নির্দল প্রার্থী। সেই ফলাফলের জেরে অজয় দার্জিলিংয়ে পুরবোর্ড গড়েছিলেন। কিন্তু মাস দেড়েক আগে হামরোর ৬জন কাউন্সিলর যোগ দেন অনীতের দলে। তার জেরে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার পক্ষে কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ১৪ আর হামরোর কাউন্সিলরের সংখ্যা কমে হয় ১২। এর জেরে অনীতের দল সেখানে অনাস্থা প্রস্তাব আনে। সেই ভোটাভুটি ঠেকাতে অজয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি দৌড়াদৌড়ি করেন। কিন্তু কোথাও সেই আর্জি মেনে রায় পাননি। আদালত অনাস্থা প্রস্তাবের ওপর কোনও স্থগিতাদেশ না দেওয়ায় অজয় অপসারিত হন। তার জেরেই এদিন সেখানে নতুন পুরপ্রধান নির্বাচনের পালা ছিল। এদিনের নির্বাচনে অনীতের দল ও তৃণমূলের ২জন কাউন্সিলর অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন ২ জন নির্দল কাউন্সিলরও। তাঁদের সমর্থনেই নতুন চেয়ারম্যান হন দীপেন ঠাকুরি। হামরোর কোনও কাউন্সিলরই এদিনের ভোটে অংশ নেয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর