এই মুহূর্তে




শনিবার ৫০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে রাজ্য




নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মেধাবী পড়ুয়ারা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না থাকেন তার জন্য রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের আড়াই হাজারেরও বেশি পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। এমনকি যোগ্য মেধাবী পড়ুয়ারা যাতে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে বঞ্চিত না হয় তার জন্য রাজ্যের উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি জেলায় জেলায় ক্যাম্প করে মেধাবী পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে। এই সূত্রেই জানা গিয়েছে আগামিকাল, অর্থাৎ শনিবার ২০ নভেম্বর রাজ্যের ৫ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিতে চলেছে উচ্চশিক্ষা দফতর।

জানা গিয়েছে, শনিবার দুপুর তিনটে থেকে ভার্চুয়াল ভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে ওই ৫ হাজার পড়ুয়ার হাতে। শুধু আগামিকালই নয়, আগামী ২০ ডিসেম্বরও রাজ্য উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের আরও ২০ হাজার মেধাবী পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দফায় এই ২৫ হাজার পড়ুয়াকে মোট ১২০ কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করে দিতে চলেছে রাজ্য সরকার। ওই পড়ুয়ারা যাতে ব্যাঙ্ক থেকে ঋণ পান তার জন্য রাজ্য সরকারের তরফে থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি বাঙ্কের সঙ্গে কথাও হয়ে গিয়েছে। তাই মনে করা হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার পরে ওই ২৫ হাজার পড়ুয়ার লোন পেতে কোনও অসুবিধা হবে না। নবান্ন সূত্রে খবর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খুব শীঘ্রই রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া নিয়ে।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলাশাসকদের নেতৃত্বে একটি করে নজরদারি কমিটিকে গঠন করার। যে কমিটি মূলত নজর রাখবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও যে সব পড়ুয়াদের ঋণ সংক্রামত আবেদনগুলি বাতিল হচ্ছে সেগুলির দিকে। কেননা বেশ কিছু ক্ষেত্রেই অভিযোগ এসেছে যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকা পড়ুয়াদের আবেদনপত্র কার্যত বিনা কোনও কারন ছাড়াই বাতিল করে দিচ্ছে। কেন যথাযথ কারন না দেখিয়েই ওই সব আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতেই ওই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে থেকে ব্যাঙ্কগুলির কাছেও আবেদন জানানো হচ্ছে যাতে যথাযথ কারন ছাড়া তাঁরা যেন ঋণের আবেদন বাতিল করে না দেন।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জমা জলে অ্যাম্বুলেন্স নয়, সিজার রোগীকে টিউবের উপরে চাপিয়ে হাসপাতালে

ডানার জেরে বাগনানের ফুল চাষীদের মাথায় হাত, কালী পূজায় হতে পারে জবা ফুলের আকাল

কলকাতার পর রাজ্যের তিন জেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিভিক ভলান্টিয়ার সহ ৩ জনের মৃত্যু

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে জমি ফেরত পেতে আশাবাদী জমিহারারা

রাস্তায় নাকা চেকিংয়ে ১৬ বস্তা ফেনসিডিল আটক করল কান্দি থানার পুলিশ

বাইক নিয়ে পারাপারের সময় ভেঙ্গে গেল সাঁকো , কোন রকমে রক্ষা পেলেন মোটরসাইকেল চালক

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর