এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুর্গাপুজোয় মদ বিক্রির রেকর্ড বাংলায়, ২,১৬৩ কোটির লেনদেন

নিজস্ব প্রতিনিধি: বাঙালি(Bengali) খাদ্যবিলাসী। কিন্তু মডার্ন বাঙালি খাদ্য অপেক্ষা মদবিলাসী হয়ে উঠেছে। দুর্গাপুজোয়(Durga Puja) বাংলাজুড়ে যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হচ্ছে সেই পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলার মানুষ এখন উৎসবের দিনগুলিতে মদে ডুব দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না। বরঞ্চ সঙ্গীদের নিয়ে মদে গলা ভেজাতেই তাঁরা বেশি পছন্দ করছেন। আর তার সুবাদেই রাজ্যে(Bengal) যেমন রেকর্ড পরিমাণ মদের বিক্রি(Liquor Sell) হয়েছে তেমনি রাজ্য সরকারের আবগারী দফতরেও ভাল পরিমাণ টাকা কর হিসাবে ঢুকেছে। মদের পাশাপাশি এবার পুজোয় বিয়ারের বিক্রিও বেশ নজরকাড়া। আর এই বিক্রির জেরেই রাজ্যের আবগারী দফতরের আধিকারিকেরা মনে করছেন চলতি অর্থবর্ষে রাজ্যের আবগারি শুল্ক(Tax) আদায়ের পরিমাণ ১৬ হাজার ৫০০ কোটি টাকা পেরিয়ে যাবে।

পুজোর সময় বিক্রির জন্য খুচরো ব্যবসায়ীরা বেভকো বা রাজ্য সরকারের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন থেকে প্রয়োজন মতো মদ তোলে পুজোর ১ মাস আগে থেকেই। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কার্যত গোটা সেপ্টেম্বর মাস জুড়েই এই মদ তোলার কারবার চলেছে। সরকারি হিসাব বলছে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই বেভকো থেকে ২,০৫৬ কোটি টাকার মদ তুলেছিলেন ব্যবসায়ীরা যা সর্বকালীন রেকর্ড। এর কারণ হিসাবে উঠে আসছে কোভিড বিধিহীন পুজো। গত দুই বছর পুজো মণ্ডপে ঢোকা নিয়ে বিধিনিষেধ ছিল। যার জেরে মানুষ রাস্তায় কম নেমেছিলেন। লকডাউন আর কোভিড দুই ধাক্কা দিয়েছিল বাঙালির পকেটে। তার জেরে বিগত ২ বছরে পুজোর সময়ে মদ বিক্রির ঘটনা ঘটলেও তা আগেকার রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু এবছর কোভিড নেই বললেই চলে। ছিল না কোনও কোভিড বিধিও। তাই মানুষ যে এবারে পুজোয় রীতিমত আগের মতোই মেতে উঠবেন সেটা বুঝেই মদ ব্যবসায়ীরা পুজোর ১ মাস আগে থেকেই বেভকো থেকে মদ তুলতে শুরু করে দিয়েছিলেন।

রাজ্যের আবগারী দফতরের হিসাব বলছে এবারে ১ অক্টোবর ছিল ষষ্ঠী। সেদিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত রাজ্যে মদ বিক্রি হয়েছে ২,১৬৩ কোটি টাকার। এর জেরে রাজ্যের আবগারী দফতরে শুল্ক আদায় হয়েছে প্রায় ১,৪৪৫ কোটি টাকা। যা ২০২১ সালের সেপ্টেম্বরের আবগারী শুল্ক আদায়ের তুলনায় ৩০.৭৫ শতাংশ বেশি। আবগারী দফতরের হিসাব বলছে পুজোর ঠিক আগে প্রতিদিন ৯০ থেকে ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে বেভকোর। সেই সঙ্গে বিক্রি হয়েছে বিয়ারও। কার্যত গত বছরে সেপ্টেম্বর মাসে যে পরিমাণ বিয়ার বিক্রি হয়েছিল এবারে তার দ্বিগুণ পরিমাণে বিয়ার বিক্রি হয়েছে। ৬৫০ মিলি লিটারের ক্ষেত্রে এক কেসে থাকে ১২টি বোতল। আর ৩৩০ লিটারের ক্ষেত্রে এক কেসে থাকে ২৪টি বোতল। হিসাব বলছে সেপ্টেম্বর মাসে বিয়ারের বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১৬ থেকে ২০ লক্ষ কেস, যেটা অন্য মাসে ৮ লক্ষের আশেপাশে থাকে। আর উৎসব মরশুমে এই মদ আর বিয়ার বিক্রির জেরে রাজ্যের আবগারী দফতরের আধিকারিকেরাও চলতি অর্থবর্ষে রেকর্ড পরিমাণ শুল্ক আদায়ের সম্ভাবনা দেখতে পারছেন। তাঁদের হিসাব, গত অর্থবর্ষে আবগারী শুল্ক আদায় হয়েছিল ১৩ হাজার ৫৪৩ কোটি টাকা। সেই জায়গায় চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট আবগারী শুল্ক আদায় হয়েছে ৭৪৩৪ কোটি টাকা। যা গত অর্থবর্ষের এই সময়কালের আবগারি শুল্ক আদায়ের থেকে ২৮.২ শতাংশ বেশি। সেই কারণেই চলতি অর্থবর্ষে রাজ্যের আবগারী শুল্ক ১৬ হাজার ৫০০ কোটি টাকা পেরিয়ে যাবে বলেই মত আধিকারিকদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর