এই মুহূর্তে




ভগবানগোলায় স্ত্রীর বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ




নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: স্ত্রীর বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আলতাফ সেখ(Altaf Sk.) (৫৫), বাড়ি মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকায়। ডাকবাংলা এলাকায় বানপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে আলতাফ সেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার গলায় দড়ির ফাঁস লাগানো ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে(Kanapkur Hospital) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ সেখ দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করতেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে জানতে পারেন, তার স্ত্রী ইদোলা বিবির(Idola Bibi) সঙ্গে প্রতিবেশী সালাম সেখের(Salam Sk) একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্কে সন্দেহ নিয়ে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে তীব্র বচসা হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন। তারপরই মঙ্গলবার সকালে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনার পর থেকেই স্ত্রী ও তার প্রেমিক পলাতক। পুলিশ দুইজনকে খুঁজছে।এলাকার মানুষ স্ত্রী এবং ওই প্রেমিককে গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এলাকার মানুষের অভিযোগ সোমবার রাতে বহিরাগতরা ওই এলাকায় এসেছে এবং হামলা হতে পারে। এই আশায় সকলে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছিল। কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে মঙ্গলবার সকালে আলতাফ সেখের মৃতদেহ উদ্ধার হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চশিক্ষার জন্য তেহরানে গিয়ে আটকে বসিরহাটের যুবক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

বালিতে ড্রেন আটকে বিশালাকার নির্মাণ, মুখমন্ত্রীর দফতরে জানাতেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

দক্ষিণবঙ্গের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

ভর্তির পোর্টালে আবেদনে কতটা সাড়া? ক্লাস কবে থেকে?

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শিশুপুত্রকে খুনের অভিযোগে গ্রেফতার মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ