এই মুহূর্তে




ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী




নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা: শুক্রবার সকালে ভগবানগোলা থানায় এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত গৃহবধুর নাম লিজা বিবি(Liza Bibi) (২৬)। শ্বশুর বাড়ির লোকেরা খুন করেছে এবং স্বামী এই খুনের সঙ্গে যুক্ত এমনটাই অভিযোগ গৃহবধুর বাপের বাড়ির পরিবারের। গৃহবধূর বাবা ধীরজ শেখ জামাই রাজিব শেখ ও তার পরিবারের বিরুদ্ধে ভগবানগোলা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধুর স্বামী রাজিব শেখকে(Rajeeb Sk) গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির বাকি সদস্যরা পলাতক। জানা গিয়েছে বছর তিনেক আগে ভগবানগোলার বুধুর গ্রামে রাজীব শেখের সঙ্গে রানিতলা মদনপুরের বাসিন্দা ধীরজ শেখের(Dhiraj Sk) মেয়ে লিজা বিবির বিয়ে হয়।

গৃহবধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই রাজিব এবং তার পরিবারের লোকেরা তাদের মেয়ের ওপর দৈহিক ও মানসিক অত্যাচার শুরু করে। তাদের মেয়ে সেই কথা জানাতো না। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জামাই ফোন করে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। তারা সেই কথা বিশ্বাস করেনি তাদের অভিযোগ মেয়েকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল।

তাই শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য সহ জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ লিখিতভাবে থানায় জানিয়েছেন লিজার বাবা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি ধৃত স্বামী রাজীব শেখকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। লিজার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তামান্নার গ্রামে হল পুলিশ ক্যাম্প, লাগানো হচ্ছে সিসি ক্যামেরা

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ