এই মুহূর্তে




কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক




নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ধরা পরল স্ত্রী ও তার প্রেমিক। আলতাফ সেখ (Altaf Sk)হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা(Bhagabangola) এলাকায়। অবশেষে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ঈদোলা বিবি(Idola Bibi) ও তার প্রেমিক সালাম সেখ-কে(Salam Sk) গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। শুক্রবার দুপুর বারোটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর(Kolkata Airport) এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আলতাফ শেখের স্ত্রী ঈদোলা বিবি ও তার প্রেমিক সালাম সেখ মিলে গত ১০ জুন, মঙ্গলবার আলতাফ শেখকে নৃশংসভাবে খুন করে। এরপর মৃতদেহটি আলতাফের নিজ বাড়ির পেছনে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঐ দিনই ভগবানগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। সেই অনুযায়ী কলকাতা বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে পুলিশ দুজনকেই শুক্রবার ধরে ফেলে।ভগবানগোলা থানার পুলিশ জানায়, এই জঘন্য হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছিল।

পুলিশি তৎপরতায় ৭২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে পেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আলতাফ শেখের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র সহ খুনের ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। হেফাজতে নিয়ে দুজনকে জেরা করে এই খুনের পরিকল্পনা তারা কবে করেছিল কিভাবে খুন করল এইসব তথ্য সংগ্রহ করবে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ