এই মুহূর্তে




ফের উত্তপ্ত ভাঙড়, ভাঙচুর, বোমাবাজি, এলাকায় বসল পুলিশ পিকেটিং

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ এর দলীয় কার্যালয়ে তান্ডব । ভাঙচুর চেয়ার টেবিল । তৃণমূল নেতার দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠী শওকাত মোল্লার(Sauqat Molla) অনুগামীদের বিরুদ্ধে । দক্ষিণ ২৪ পরগনা জেলায় অভিষেক ‘ঘনিষ্ঠ’ জাহাঙ্গীর খান দায়িত্ব পেতে ভাঙড়ের আরাবুল অনুগামী এবং কাইজার অনুগামীরা আনন্দে আতশবাজি ফাটাতে শুরু করেন।

জাহাঙ্গীর খান, অভিষেক ব‍্যানার্জী শ্লোগান দিতে থাকেন কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই ঘটকপুকুরে কাইজারের(Kaijar) অফিসে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে। মূলত ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার অনুগামী আহছান মোল্লা, বাহারুল ইসলামের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভাঙড়ে আবারও সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ।আবারও উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার চন্ডিহাট গ্রামে(Chandihat Vilalge) বোমাবাজি । আইএসএফের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে নতুন করে তপ্ত ভাঙড়(Bhangar)।শনিবার গভীর রাতে ভাঙড়ের চন্ডিহাট গ্রামে আইএসএফের বুথ সভাপতি ইছা হক মোল্লার বাড়িতে বোমাবাজির অভিযোগ।

বোমার শব্দে কেঁপে ওঠে গ্রাম। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনার পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ আইএসএফের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।কালী পুজো মিটতেই ফের ভাঙড় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশ নজরদারি বাড়াচ্ছে বিভিন্ন এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR প্রক্রিয়া সঠিকভাবে চলছে তো? জানতে রাজ্যে এলেন কমিশনের প্রতিনিধিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ