23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:58 am
নিজস্ব প্রতিনিধি: আবারও সমবায় নির্বাচনে ব্যাপক জয় হল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় নির্বাচনে সব আসনেই জয়ী হয় সবুজ শিবির। বিজেপি’র চূড়ান্ত পরাজয় হয়। আর তারপরেই বিজয় উল্লাস করতে দেখা যায় সবুজ শিবিরের প্রার্থী, নেতৃত্ব এবং কর্মীদের।
আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল (TMC) প্রার্থী। শুক্রবার ছিল ১১ আসনে ভোট। আর তাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল এলাকা। তবে রেজাল্ট বেরোতেই দেখা গেল সবকটি আসনে ব্যাপক জয় হয়েছে সবুজ শিবিরের প্রার্থীদের। একটি আসনও যায়নি বিজেপির দখলে। অথচ, বিধানসভা নির্বাচনের সময় এই জায়গা থেকেই ‘লিড’ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সেই খাসতালুকে বিপর্যস্ত হতে দেখা গেল গেরুয়া শিবিরকে।
উল্লেখ্য, এদিনের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। দু’ই পক্ষের মধ্যে বাধে বচসা। দু’ই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল তৎপর পুলিশ। দিনভর ছিল টানটান উত্তেজনা। তবে নির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেখা গেল, খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, বহিরাগত এনেও জয়ী হতে পারেনি বিজেপি।