এই মুহূর্তে




মোবাইল ফোন কেনার জন্য লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ জনকে প্রতারণা, ধৃত প্রতারক




নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইল ফোন কেনার জন্য লোন করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।টাকা দেওয়ার পরেও দেখা যায় তার একাউন্ট থেকে emi কাটা হচ্ছে।ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সৌমিক ভট্টাচাৰ্য।পুলিশ সূত্রে খবর,মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে শ্রীমতী শুক্লা পোরেল বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়(Electronic Complex P.S.) এসে একটি লিখিত অভিযোগ করেন জনৈক সৌমিক ভট্টাচার্যের(Soumick Bhattacharya) বিরুদ্ধে। যিনি লোন করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে টাকা নেন।

এরপর EMI এর মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করে। অথচ তিনি কোন মোবাইল ফোন পাননি। অভিযোগকারিণী বুঝতে পারেন, তিনি অভিযুক্ত ব্যক্তির দ্বারা প্রতারণার শিকার হয়েছেন।তদন্ত চলাকালীন ইলেকট্রনিক কমপ্লেক্স থানার একটি দল মূল অভিযুক্ত সৌমিক ভট্টাচার্যকে হাওড়ার দাস নগর থানা এলাকা থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজতের আবেদনসহ।

আপাতত তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত এযাবৎ প্রায় 20 জন ব্যক্তির সাথে এইরূপ প্রতারণা করেছেন। যার ফলে EMI এর মাশুল গুনতে হয়েছে তাদের। কিন্তু মোবাইল ফোন কেউই পান নি। এই প্রতারণা চক্রে ধৃত ব্যক্তি একা না আরো কেউ যুক্ত আছেন তা জানতে পুলিশ তদন্ত করছে।পুলিশ এই পরিজন যারা প্রতারিত হয়েছেন নতুন মোবাইল কেনার জন্য টাকা দিয়ে তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করেছে। কিভাবে তারা কত দফায় ঐ প্রতারককে টাকা দিয়েছেন তার তথ্য সংগ্রহ করছে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়ায় দীর্ঘ ৭ ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল সার দেহ উদ্ধার পুলিশের

আলিপুরদুয়ারে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার ও এক হোম গার্ড

চাকরি দেওয়ার প্রলোভনে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার যুবক

নাবালিকার বিয়ে আটকে দিলেন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা, সচেতন বার্তা পরিবারকে

জন্মের আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদায়

কুলতলিতে টেবিল ফ্যানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, তদন্ত পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ