এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘শুভেন্দু- সুকান্ত দূর হঠো’, তির- ধনুক নিয়ে রুখে দাঁড়াল দেউচা-পাচামি

নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্রকারীদের যাবতীয় প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে। বরং রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে দেউচা-পাচামি নিয়ে ক্রমশই কাটছে জটিলতা। এই পরিস্থিতিতে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এলাকায়। কিন্তু তাঁদের আসতে দেখেই দেওয়া হল ‘শুভেন্দু- সুকান্ত দূর হঠো’, ‘গো ব্যাক’ স্লোগান। শুধু তাই নয়, গ্রামবাসীরা তির- ধনুক নিয়ে পথ অবরোধ করলেন শভেন্দু- সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দলের। দেখানো হল বিক্ষোভ।

গ্রামবাসীদের সাফ জবাব দেউচা- পাচামি নিয়ে রাজনীতি নয়। জঙ্গল-জমি- জীবিকা নিয়ে রাজনীতি করা যাবে না বলে, বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে গ্রামবাসীরা। তাঁদের হাতে ছিল কালো পতাকা, তির ও ধনুক। শুধু তাই নয় বিজেপি নেতৃত্বকে দেওয়া হল, ‘দালাল’ তকমা। বৃহস্পতিবার বীরভূমের মথুরাপাহাড়ি এলাকা সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে মিছিল করে বিজেপি। আর তাতেই এই গণ বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। গ্রামবাসীরা গ্রামে বিজেপির মিছিল ঢোকার আগেই করলেন পথ অবরোধ। আর এতেই পিছু হটে বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, বিজেপি এদিন রাজ্য সরকারের প্যাকেজের বিরোধিতা করে মিছিল করতে চেয়েছিল।

প্রসঙ্গত, নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার প্রতিনিধিরা। বৈঠকে স্থানীয় গ্রামবাসীদের দাবি-দাওয়া খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আশ্বাসের পরেই সুর অনেকটা নরম করেছেন আন্দোলনকারীরা। দেউচা-পাচামিতে যেখানে কয়লা প্রকল্প গড়ে উঠছে সেখানকার ৩৬টি গ্রামের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। মূলত ওই মহাসভার নেতৃত্বেই গত কয়েক মাস ধরে প্রস্তাবিত কয়লা প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে। তবে রাজ্য প্রশাসন মানবিকতার সঙ্গে বিষয়টি দেখায় অনেকেই আন্দোলন থেকে সরে এসে স্বেচ্ছায় জমি দিতে রাজি হয়েছেন। জমিদাতাদের ইতিমধ্যেই সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক ক্ষতিপূরণ। বাকিরাও যাতে প্রকল্পের জন্য স্বেচ্ছায় জমি দেন, সেই উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য নবান্নে এসেছিলেন বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার সদস্যরা। নেতৃত্বে ছিলেন সাদী হাঁসদা। প্রায় আধঘন্টা কথা হয় দুপক্ষের। সূত্রের খবর, বৈঠকে মহাসভার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যে মামলা প্রত্যাহারের পাশাপাশি পাথর খনি এলাকায় যারা অবৈধ ব্যবসা চালাচ্ছে তাদেরও গ্রেফতারের দাবি জানান। মুখ্যমন্ত্রী সেই দাবি খতিয়ে দেখার আশ্বাস যেমন দিয়েছেন, তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন, জমি অধিগ্রহণের জন্য সেরা প্যাকেজই দেওয়া হবে। দেউচা পাচামি খনি প্রকল্প হলে রাজ্য সরকার কী কী প্যাকেজ দেওয়ার কথা ভেবেছে, তা বিস্তারিত জানানো হয়। শুধু তাই নয়, গোটা প্রকল্পটি শিল্পের ক্ষেত্রে কতটা ইতিবাচক, সেই বিষয়টিও আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

১৪২৯ বঙ্গাব্দের প্রথমদিন শুক্রবার। ১ বৈশাখ থেকেই দেউচা পাচামিতে আর দেখা মিলছে না সেভাবে ধর্না মঞ্চের। বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। শুধু ধর্না মঞ্চ তুলে নেওয়া নয়, সেই সঙ্গে প্রতিনিধিরা বিবৃতি দিয়ে ধন্যবাদও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন মহাসভার সমস্ত দাবি বিবেচনা করে দেখার। মহাসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। নতুন বছরের নতুন দিন থেকে শুধুই ছিল শিল্প আর উন্নয়নের বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিল দেউচা পাচামি। প্রসঙ্গত, নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার প্রতিনিধিদের সঙ্গে। এদিন বৈঠক চলে প্রায় ৪০ মিনিট।

মহাসভা থেকে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী তাঁর মূল্যবান সময় থেকে ৪০ মিনিট সময় বের করে বৈঠক করার জন্য তাঁরা কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁরা তুলে নিয়েছিলেন ধর্নামঞ্চ। সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যসচিবকে। মহাসভা জানিয়েছিল, এরপর আর ধর্না মঞ্চ থাকা প্রাসঙ্গিক নয়। তবে থাকছে অস্থায়ী কার্যালয়। জানানো হয়েছিল, তাঁরা আস্থা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর। আর তারপরে আজ বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরোধিতা করে গ্রামে মিছিল করে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে কার্যত মুখ পুড়ল বঙ্গ বিজেপির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর