এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্চায়েতে পরীক্ষা পুরুলিয়ার, পদ্মফুলেরও

কৌশিক দে সরকার: পরীক্ষার পর পরীক্ষা। কখনও লোকসভায়, তো কখনও বিধানসভায় তো কখনও পুরসভায়। একের পর এক পরীক্ষায় বসছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। কিন্তু পাশ আর করছে না। জয়ের আস্বাদও তাই পাচ্ছে না তাঁরা। ভাগ্যদেবী আর জনতা জনার্ধন দুই হাত তুলে কৃপাবৃষ্টি ঝরিয়ে চলেছেন শুধুই জোড়াফুলের ওপরে। এবার আবার আরও একটা পরীক্ষা এগিয়ে আসছে। সেই পরীক্ষাতেও বসছে বঙ্গ বিজেপি, দুরু দুরু বক্ষে। ৫ বছর আগের এই পরীক্ষাতেই কিন্তু পুরুলিয়ার(Purulia) মাটিতে রীতিমত ঝড় তুলেছিল পদ্মশিবির। কার্যত সেটাই ছিল বাংলার মাটিতে প্রথম গেরুয়া ঝড়। সেই ঝড়ই সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়েছিল ২০১৯ এর লোকসভা নির্বাচনে। ২০১৮ সালের সেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সব থেকে বেশি সাফল্য পেয়েছিল পুরুলিয়ার মাটিতে। এবার যখন আরও একটা পঞ্চায়েত নির্বাচনে দরজায় কড়া নাড়ছে তখন বঙ্গ বিজেপির চিন্তা একটাই, ৫ বছর আগেকার সাফল্য এবারেও ধরে রাখা যাবে তো!

আরও পড়ুন মোটের ওপর নির্বিঘ্নেই শেষ হল প্রাথমিক টেট, খুশি চাকরিপ্রার্থীরা

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলার ১৯টি ব্লকেই কমবেশি গেরুয়া ঝড় বয়ে গিয়েছিল। জেলার গ্রাম পঞ্চায়েত(Gram Panchayat) স্তরের ১৯৪৪টি আসনের মধ্যে তৃণমূল সব থেকে বেশি আসন জিতলেও বোর্ড গঠনের দিক থেকে কিন্তু বাজি মেরেছিল বিজেপি। জেলায় তাঁদের গড়া বোর্ডের সংখ্যা ছিল বেশি গ্রাম পঞ্চায়েত স্তরে। ওই নির্বাচনে পুরুলিয়ার মাটিতে তৃণমূল(TMC) জিতেছিল ৮৬৪টি আসন ও বিজেপি পেয়েছিল ৬৪৫টি আসন। অনান্যদের মধ্যে সিপিআই(এম) ১৫৪টি, কংগ্রেস ১৫০টি, ফরওয়ার্ড ব্লক ২৪টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৬টি, সিপিআই ১টি এবং নির্দলরা ১০০টি আসনে জয়ী হয়। ব্লক স্তরে থাকা পঞ্চায়েত সমিতিতেও(Panchayat Samity) কিন্তু সেই ঝড় আছড়ে পড়েছিল। জেলার ১৯টি ব্লকের ১৯টি পঞ্চায়েত সমিতির মোট ৪৪৬টি আসনের মধ্যে তৃণমূল যেখানে ২৩৯টি আসন দখল করেছিল, তখন বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে পেয়েছিল ১৪২টি আসন। কংগ্রেস পেয়েছিল ৩৩টি, সিপিআই(এম) ২১টি, ফরওয়ার্ড ব্লক ৪টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ২টি ও নির্দলরা ৫টি আসনে জয়ী হয়। কিন্তু দেখা যায় ২-১টি জায়গা বাদ দিয়ে সব জায়গাতেই বোর্ড গড়ে তৃণমূল। অথচ আরশা, বাঘমুণ্ডি, ঝালদা-১, ঝালদা-২, জয়পুর এবং পুরুলিয়া-২ পঞ্চায়েত সমিতিতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতাই পায়নি। পারা,  রঘুনাথপুর-১ এবং রঘুনাথপুর-২ ব্লকের পঞ্চায়েত সমিতিতে আবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। বড়বাজার ও সাঁতুড়ি পঞ্চায়েত সমিতি আবার তৃণমূল ও বিরোধিরা সমান সমান আসন পায়। কিন্তু সব কটি পঞ্চায়েত সমিতিই চলে গিয়েছে তৃণমূলের দখলে। কোথাও বোর্ড গঠনের সময় থেকে কোথাও আবার পরে।

আরও পড়ুন কোথাও টেটের প্রশ্ন ফাঁস হয়নি, দাবি ব্রাত্য বসুর

আরও মজার বিষয়, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার মাটিতে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে গেরুয়া ঝড় বয়ে গেলেও জেলা পরিষদের(Zilla Parishad) বুকে কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেনি। জেলা পরিষদের ৩৮টি আসনের মধ্যে ২৬টি আসনে জয়ী হয় তৃণমূল। ৯টিতে জেতে বিজেপি, ৩টিতে কংগ্রেস। আবার সেই নির্বাচনের ঠিক ১ বছরের মাথায় হওয়া লোকসভা নির্বাচনে পুরুলিয়ার মাটিতে ফের গেরুয়া ঝড় দেখা যায়। বিপুল ব্যবধানে সেখানে জয়ী হয় বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু জেলায় কিছুটা হলেও মাটি ফিরে পায় তৃণমূল। জেলার ৯টি আসনের মধ্যে ৩টিতে জয়ী হয় তৃণমূল। ৬টিতে জেতে বিজেপি। কিন্তু চলতি বছরের প্রথমদিকে হয়ে যাওয়া পুরসভার নির্বাচনে দেখা যায় পুরুলিয়ার ৩টি পুরসভার একটিতেও দাঁত ফোটাতে পারেনি বিজেপি। পুরুলিয়া সদর শহরের পুরসভায় ১৭টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। জেলারই ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে ১টিতেও জয় হয়নি তাঁরা। রঘুনাথপুর পুরসভায় ১৩টি আসনের মধ্যে মাত্র ২টি আসন জেতে তাঁরা। আর এই ফলাফলের জেরেই প্রশ্নের মুখে পড়েছে পুরুলিয়ার মাটিতে পদ্মফুলের প্রভাব। সেই প্রভাব আদৌ এখনও কাজ করছে না করছে না সেতাই জানা যাবে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে। প্রভাব এক থাকলে ২০২৪ এর লোকসভা নির্বাচনেও বিজেপি পুরুলিয়ার মাটিতে এগিয়ে থেকে লড়াই শুরু করবে। নাহলে কিন্তু আসন ধরে রাখার কঠিন লড়াইয়ের মুখে তাঁদের পড়তে হবে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডাউন ব্যান্ডেল লোকালে আগুন

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর