এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অরূপ রায়ের হাত ধরেই তৃণমূলে যোগ সুরজিতের

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে বহিষ্কৃত হন হাওড়ার গেরুয়া শিবিরের নেতা সুরজিৎ সাহা। এবার তাঁকেই নিজেদের দলে টেনে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সুরজিতকে যে দলে নেওয়া হচ্ছে সেটা বুধবারই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। সন্দেহ নেই, এই ঘটনায় বেশ কিছুটা চাপে পড়ে গেল বিজেপি। হাওড়ার পুরনির্বাচন এখনও বাকি রয়েছে। সেই নির্বাচন যবেই হোক না কেন তার আগে সুরজিতের মতো নেতাকে হারিয়ে বিজেপির সংগঠনে যে আরও বড় ধ্বস নামতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।  

সুরজিৎ হাওড়ার আদি বিজেপি নেতাদের মধ্যে অন্যতম। ছিলেন বিজেপির সাংগঠনিক হাওড়া সদর জেলার সভাপতিও। হাওড়ার বিজেপির আদি নেতাকর্মীদের মধ্যে সুরজিতের জনপ্রিয়তাও রয়েছে। তা সত্ত্বেও শুধুমাত্র শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে রাতারাতি বহিষ্কার করে বঙ্গ বিজেপি নেতৃত্ব। হাওড়া পুরনিগমের নির্বাচনকে মাথায় রেখে বঙ্গ বিজেপি নেতৃত্ব তৃণমূল থেকে বিজেপিতে আসা ও বিধানসভা নির্বাচনে হেরে ভূত হওয়া হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে মাথায় বসিয়ে একটি কমিটি গড়ে। সেই কমিটির কাজই ঠিক হয়েছিলে পুরনির্বাচনে দলকে পরিচালনা করা। সেই কমিটিরই আহ্বায়ক করা হয় সুরজিতকে। কিন্তু সেই পদ নিয়েই আপত্তি তোলেন সুরজিৎ। তিনি সাফ জানিয়ে দেন, শুভেন্দুর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে পা রেখেছেন রথীন। তৃণমূলের সেই বি-টিমের অধীনে তাঁরা আদি বিজেপির নেতাকর্মীরা কাজ করবেন না।

সেই সময় শুভেন্দুকে সরাসরি তোপ দেগে সুরজিৎ জানিয়েছিলেন, ‘যাঁরা দলে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁদের চেয়ারম্যান করা হচ্ছে। নাম প্রস্তাব করছেন শুভেন্দু। বিজেপির তৃণমূলীকরণ আমরা মানব না। আমি ২৮ বছর বিজেপি করছি। উনি ছ’মাস আগে দলে এসে আমাদের শংসাপত্র দেবেন না কি? আমরা ওঁর শংসাপত্র চাইব। নারদাতে ওঁকে যে টাকা নিতে দেখা গিয়েছে তাতে উনি সৎ কি না, এই প্রশ্নটা জনগণ থেকে দলের কার্যকর্তা সকলের মধ্যে তৈরি হয়েছে। উনি আমাদের বিরুদ্ধে আঙুল তুলবেন এটা জেলা সভাপতি হিসাবে মেনে নেব না।’ সুরজিতের এই আক্রমণের পরে পরেই তাঁকে দলের পদ থেকে তো সরিয়ে দেওয়া হয়ই, দল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। এবার সেই সুরজিতকে নিজেদের দিকে টেনে বিজেপিকে ধাক্কা দিয়ে দিল তৃণমূল।

এদিন হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে সুরজিৎ ও তাঁর অনুগামীরা অরূপ রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে রাজ্যের শাসক দলে যোগ দেন। অরূপ রায় নিজে এদিন জানিয়েছেন, ‘সুরজিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁকে ও তাঁর অনুগামীদের তৃণমূলে যোগ দেওয়ার অনুমতি প্রদান করতে। সেই অনুমতি মিলেছে। দলও তাঁকে কাছে টেনে নিচ্ছে। সুরজিত সহ অনেক বিরোধী নেতানেত্রীই তৃণমূলে যোগদান করছেন। এতে তৃণমূলও শক্রিশালী হবে।’ যদিও হাওড়া সদর তৃণমূল সভাপতি তথা বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দুকে আক্রমণ শানার আগেই সুরজিৎ তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। শরিক হতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের। সেই হিসাবে সুরজিতের তৃণমূলে যোগদান শুধুই সময়ের অপেক্ষা মাত্র।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেদিনীপুরের মাটি থেকে ‘গদ্দার’দের তীব্র আক্রমণ মমতার

‘সাংসদকে সরালেন কেন’ প্রার্থী বদল নিয়ে খোঁচা মমতার

‘লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডারকে উপড়ে ফেলতে হবে’, বার্তা মমতার

কী কাণ্ড! প্রচারে বেরিয়ে গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ

রাজবংশী ভোট উদ্বেগে রাখছে পদ্মশিবিরকে, ভাবাচ্ছেন অনন্ত মহারাজ

২ বাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল টোটো, নিহত ৩ যুবক, আহত ২ যাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর