-273ºc,
Friday, 2nd June, 2023 9:07 pm
নিজস্ব প্রতিনিধি: ধূপগুড়িতে ভয়াবহ বিস্ফোরণ (BLAST)। মর্মান্তিক এই ঘটনায় আহত অন্তত পক্ষে পাঁচজন। গুরুতর আহত চারজন। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বুধবার সকালে একটি মোটর গ্যারেজে কার্বাইড ট্যাঙ্ক বিস্ফোরণ হয়। মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডের ২ নম্বর ব্রিজের কাছে। জানা গিয়েছে, রাস্তার পাশেই রয়েছে ওই গ্যারেজ। কার্বাইড ট্যাঙ্কের গ্যাস দিয়ে যখন গাড়ির কাজ চলছিল তখনই ঘটে ভায়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনার সময় গ্যারেজের মালিক বাপী নন্দী সহ বেশ কয়েকজন ছিলেন গ্যারেজের পাশের একটি খাবারের দোকানে।
আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গুরুতর জখম চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁরা। অন্যদিকে ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণ হওয়া ট্যাঙ্কের নমুনা সংগ্রহ করে পুলিশ। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, কার্বাইড ট্যাঙ্ক থেকেই বিস্ফোরণ। ঠিক কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত গাড়ির রেডিয়েটরের কাজ করা হয়ে থাকে এই গ্যাস দিয়ে। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।