এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জম্মুতে লাঠিতে ভর করে ভোট দিতে হাজির ১০২ বছরের হাজি করম দীন

নিজস্ব প্রতিনিধি: মরতে মরতে হলেও ভোট দিতে ভুল করলেন না জম্মুর ১০২ বছরের বৃদ্ধ। অবাক করলেন এই বৃদ্ধ। রীতিমতো উদাহরণ হয়ে রয়ে গেলেন। তাঁর মৃত্যুর পরেও হয়তো দেশবাসী হিসেবে দারুণ উদাহরণ হয়ে থাকবেন এই বৃদ্ধ। চলুন এবার বিষয়টা খোলাসা করা যাক। ঘটনাটি ঘটেছে জম্মুতে। গণতন্ত্রের অধিকার সবার। সাধারণ নাগরিকই ঠিক করবে, তাঁদের হয়ে দেশের সিংহাসনে কে সুর চড়াবে। কিন্তু বর্তমানে ভোটটা পুরোটাই অনৈতিক কাজকর্ম এবং রাজনৈতিক দলগুলির স্বার্থসিদ্ধিতে পরিণত হয়েছে। ভোটের দিন বহু জায়গায় দেদার চলে ছাপ্পা ভোটের কাণ্ড। যাই হোক, আজ ২৬ এপ্রিল, চব্বিশের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। আরও পাঁচ দফার ভোট বাকি। শেষ ১ জুন, ফলাফল ৪ জুন। আজ দেশের ১৩ টি রাজ্যে ভোট। যার মধ্যে আছে জন্মু কাশ্মীরও। পাঁচ বছর আগে ৩৭০ ধারা বাতিল এবং পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে এটি জম্মুতে প্রথম বড় নির্বাচন।

অনেকেই ভোট কেন্দ্রে ঝামেলা হওয়ার ভয়ে ভোট দিতে যেতে চান না। ইচ্ছে করেই ভোট দেন না। কিন্তু আদতে ক্ষতিটা কিন্তু হচ্ছে সাধারণ মানুষেরই। এমনকি তারকারাও এত ব্যস্ততার মধ্যেও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। প্রথম দফার ভোটে দেশের সবচেয়ে ছোট উচ্চতম ব্যক্তিরা ভোট দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এসে নিজেই সে কথা জানিয়েছিলেন তাঁরা। এবং জনগণকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তবে এবার অবাক করল ১০২ বছর বয়সী এক বৃদ্ধ। শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট দিতে জম্মুর একটি ভোট কেন্দ্রে পৌঁছলেন ১০২ বছর বয়সী এক ব্যক্তি। তাঁর হাতে ছিল একটি ভর দেওয়া লাঠি। ওই ব্যক্তির নাম হাজি করম দীন। তিনি জম্মুর বাসিন্দা। আজ তিনি নিজের নির্বাচনী এলাকার রিয়াসি জেলার ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন পরিবারের একজন সদস্যের সঙ্গে। ঠিকমতো চলতে ফিরতে না পারলেও লাঠিতে ভর দিয়ে ভোট কেন্দ্রে পৌঁছন। তবে তাঁকে লাইনে দাঁড়াতে হয়নি। আগেই ভোট দিতে দেওয়া হয়েছে।

ভোট দেওয়ার পরে, নিজের শতবর্ষী কালি আঙুল দেখান এবং বুথের বাইরে ছবির জন্য পোজ দেন। সঙ্গে একটি সংবাদ সংস্থাকে তিনি বলেন, “এই বয়সে ভোট দিতে পেরে আমি খুব খুশি। আমি প্রতিবারই ভোট দিই, কখনই ভুল করিনা। ১০২ বছর বয়সেও আজও এই যাত্রা অব্যাহত রয়েছে।” রিয়াসি জেলা জম্মু সংসদীয় আসনের অংশ যেখানে ১৭.৮১ লক্ষেরও বেশি ভোটার রয়েছে। আর এখানে দাঁড়িয়েছেন ২২ জন প্রার্থী। বর্তমান সেখানকার বিজেপি সাংসদ জুগল কিশোর শর্মা। তিনি ২০১৪ এবং ২০১৯ নির্বাচনে টানা জয়ের পর তৃতীয় মেয়াদে নির্বাচনেও দাঁড়িয়েছেন৷ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী রমন ভাল্লা।

জম্মু-রিয়াসি লোকসভা কেন্দ্রে উত্সাহী ভোটারদের বুথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভোট শুরু হয়েছে, কেউ কেউ তাদের ভোট দেওয়ার জন্য ঐতিহ্যবাহী ডোগরা পোশাকও পরেছিলেন। নির্বাচনী এলাকা জুড়ে ২৪১৬ ভোট কেন্দ্রে সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং সকাল ৯ টা পর্যন্ত ১০.৩৯% ভোট পড়েছে। জম্মু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৭৪% ভোটার রেকর্ড গড়েছে। শুধু ১০২ বছরের বৃদ্ধই নন, এদিন বেঙ্গালুরুতে স্ট্রেচারে করে একজন অসুস্থ রোগীও ভোট দিতে পৌঁছেছিলেন ভোট কেন্দ্রে। এমন লোকসভা নির্বাচনে অবাক অবাক ঘটনার সাক্ষী থাকছে দেশবাসী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের অনুষ্ঠানে গিয়ে  কন্যাকুমারির সমুদ্রে ডুবে মৃত্যু ৫ মেডিকেল শিক্ষার্থীর

চলতি মাসেই ভাদোহিতে একমঞ্চে ভোট প্রচারে থাকবেন মমতা-অখিলেশ

জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন

খারিজ জামিনের আবেদন, জেলেই থাকতে হবে কেসিআর কন্যা কবিতাকে

স্বামীর সঙ্গে ঝগড়া, ৬ বছরের সন্তানকে কুমির ভর্তি খালে ছুড়ে হত্যা মায়ের

৯৩ আসনে মঙ্গলে ভোট, ‘পরীক্ষা’ অমিত, জ্যোতিরাদিত্য, দিগ্বিজয়, ডিম্পলদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর