-273ºc,
Friday, 2nd June, 2023 9:45 pm
নিজস্ব প্রতিনিধি: আলমারির (Almirah) ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার (Woman) দেহ (Body Recover)। শনিবার সকালে হুগলির চুঁচুড়ার শযামবাবুর ঘাট এলাকায় এক বাড়িতে মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। এলাকায় বিভিন্ন জায়গায় সন্ধান চালানোর পাশাপাশি আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে মায়ের খোঁজ নিচ্ছিলেন মহিলার ছেলে। কিন্তু কোনওভাবে মহিলার হদিশ মিলছিল না। অবশেষে শনিবার সকালে বাড়ির আলমারি খুলতেই ঘরের মেঝেতে গড়িয়ে পড়ে মহিলার লাশ। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান মহিলার ছেলে। ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হয় স্থানীয় থানাকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলাকে খুন করা হয়েছে। খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় আলমারির ভিতরে দেহ ঢুকিয়ে রাখা হয়েছে। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। খুনের পিছনে মহিলার স্বামীর হাত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয় খুনের পর দেহ আলমারির ভিতরে রেখে মহিলার স্বামী চম্পট দিয়েছেন বলে দাবি মহিলার ছেলের।
শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মহিলার স্বামী এই খুনের পিছনে ছেলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে। স্বামী ও ছেলে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলায় পুলিশ দুজনকেই আটক করেছে। মহিলার স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।