এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কাঁথির ১৪জন পদ্মপ্রার্থীকে বিশেষ সুবিধা দিল আদালত

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন হতে চলেছে। সেই তালিকায় থাকছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার অন্যতম মহকুমা শহর কাঁথিও(Contai)। এবারের পুরনির্বাচনে এই শহরের দিকে সকলেরই নজর রয়েছে। কেননা এই শহরেই বাস অধিকারীদের। কার্যত এই শহরই তাঁদের মূল ঘাঁটি। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে(BJP) যাওয়ার পর থেকেই অধিকারীদের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে। শিশির অধিকারী(Sishir Adhikari) ও দিব্যেন্দু অধিকারী(Dibendu Adhikari) এখনও খাতায়কলমে তৃণমূলের সাংসদ থাকলেও বার বার অভিযোগ উঠেছে দুই সাংসদই গোপনে বিজেপির হয়ে প্রচার করে চলেছেন। একুশের বিধানসভা নির্বাচনে কাঁথির ২টি আসনই বিজেপির দখলে গিয়েছে। এই অবস্থায় অধিকারী পরিবার চাইছে কাঁথি পুরসভা(Contai Municipality) যেন বিজেপির দখলে যায়। কেননা তাতে তাঁদের আধিপত্যবাদ বজায় থাকবে শহরে। অন্যদিকে তৃণমূল(TMC) চাইছে এই পুরসভা দখল করে অধিকারীদের রামধাক্কা দিতে। পুরনির্বাচনের এই প্রেক্ষাপটে এবার কাঁথি শহরের ১৪জন বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কাঁথি পুরসভার ২১জন বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) সন্মিলিত ভাবে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় তাঁদের অভিযোগ ছিল, তাঁরা ঠিকমতন প্রচার করতে পারছেন না। কেননা বাড়ি থেকে বার হলেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের প্রাণহানীর হুমকি দিচ্ছে। সেই সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে গেলে তৃণমূলের নেতা ও কর্মীরা তাঁদের ঘিরে ধরে হুমকি, ধমকি দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। যার জেরে তাঁরা প্রচার করতে পারছেন না। বিষয়টি তাঁরা পুলিশের গোচরে আনলে ৭জন প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়া হলেও বাকি ১৪জনকে তা দেওয়া হয়নি। তার জেরেই পুলিশি নিরাপত্তা চেয়ে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই শুক্রবার কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) জানিয়ে দিল, শুক্রবার বিকেল ৫টা থেকেই প্রত্যেকের জন্য একজন করে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। তবে ওই রক্ষীদের খরচ বহন করতে হবে প্রার্থীদেরই। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়েছিল। সেখান থেকেই এদিন কাঁথি পুরসভার বিজেপি প্রার্থীদের এই বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই নির্দেশের জেরে তৃণমূলের কিছুটা হলেও সুবিধা হয়ে গেল। তাঁদের দাবি, বিজেপি যে কাঁথির আমজনতা থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারই বড় প্রমাণ এই নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা। আসলে কাঁথি(Contai) শহরে অধিকারীদের প্রবল প্রতাপ থাকলেও একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের জেরে সেই প্রতাপ অনেকাংশেই ধাক্কা খেয়েছে। তারওপর এই প্রথম অধিকারী পরিবারের কোনও সদস্যই পুরনির্বাচনে প্রার্থী হননি। অর্থাৎ পুরসভার প্রশাসনিক ক্ষমতার সঙ্গে অধিকারীরা আর সরাসরি জড়িত থাকবেন না। পুরসভার কাজকর্মও আর সেভাবে তাঁরা নিয়ন্ত্রণ করতে পারবেন না। অধিকারীরা কার্যত গেরুয়া শিবিরে ঢুকে পড়লেও বিজেপি কিন্তু তাঁদের কাউকেই কাঁথির পুরনির্বাচনে প্রার্থী করেনি। এই অবস্থায় অধিকারীরা নিজের প্রভাব অক্ষুণ্ণ রাখতে আপ্রাণ ভাবে চাইছেন কাঁথির পুরনির্বাচনে(Municipal Election) বিজেপিকে জিতিয়ে দিতে।

কিন্তু ঘটনা হচ্ছে এই লড়াইয়ে তাঁরা নিজেদের স্বার্থরক্ষার জন্য বিজেপিকে সমর্থন করছেন, সেখানে কাঁথির আমজনতার কোনও স্বার্থ জড়িত নেই। তাঁদের চাই উন্নয়ন ও ভাল পুরপরিষেবা। সন্দেহ নেই সেই উন্নয়ন ও সুপরিষেবা তখনই মিলবে যখন রাজ্য সরকার পুরসভার পাশে থাকবে। বিজেপি কাঁথিতে জিতলে নিঃসন্দেহে তা হবে না। সেক্ষেত্রে ধাক্কা খাবে শহরের উন্নয়ন ও সুপরিষেবা। তাই কাঁথি শহরের বাসিন্দাদের একাংশও এখন চাইছেন তৃণমূলই কাঁথিতে ক্ষমতায় আসুক। আর এই জায়গাতেই বিজেপি অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে খাস অধিকারীদের তালুকেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর