এই মুহূর্তে




১১২ ফুটের দুর্গা, জেলাশাসকের টেবিলে বল ঠেলে দিল কলকাতা হাইকোর্ট

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: এখনও ১০ বছর হয়নি। সারা কলকাতা তো বটেই রাজ্য জুড়ে ছেয়ে গিয়েছিল পোস্টার আর হোর্ডিং, ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্গা’(Tallest Durga in World)। ২০১৫ সালের সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের পুজো। সে বার দেশপ্রিয় পার্ক ৮৮ ফুটের দুর্গাপ্রতিমা তৈরি করেছিল। প্রবল ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছিল পুলিশ প্রশাসন। শেষে ভিড়ের চাপে প্রতিমা দর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন উদ্যোক্তারা। সেই ঘটনারই ছায়া নদিয়া(Nadia) জেলার রানাঘাটের(Ranaghat) কামালপুর এলাকার অভিযান সঙ্ঘের এবারের পুজোয়। কেননা সেই থিমের ক্যাচ লাইন এক, ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্গা’। ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে এই পুজো কমিটি। কিন্তু সেই পুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। আর তার জেরে সেই পুজো কমিটি কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়। এদিন অর্থাৎ বুধবার ছিল সেই মামলার শুনানি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট জেলা শাসককে(District Magistrate)। তাঁর সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী শুনানি হবে। ওই দিন বিকেলেই আবার মামলাটি শুনবে আদালত। 

আরও পড়ুন, ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে পুলিশের হাতেই গ্রেফতার দুই পুলিশকর্মী

কেন পুলিশ এই পুজোর অনুমতি দেয়নি? রাজ্যের আইনজীবীর দাবি, ১৪ ফুটের রাস্তার ওপর ওই প্যান্ডেল করা হয়েছে। ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে ‘সবচেয়ে বড় দুর্গা’ তৈরি করা হয়েছিল। ৮৮ ফুটের সেই দুর্গা দেখতে ভিড়ের চাপে পুজোর মাঝেই প্যান্ডেল বন্ধ করে দিতে হয়েছিল দর্শনার্থীদের জন্য। সে কথা মনে করিয়ে দেন রাজ্যের আইনজীবী। দেশপ্রিয় পার্কের মতো রানাঘাটের এই পুজোতেও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। রাজ্যের যুক্তি, তাই এই পুজোতেও অনুমতি দেওয়া উচিত নয়। পুলিশের যুক্তি, রানাঘাটের ওই পুজোয় ১১২ ফুটের দুর্গা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন। সে ক্ষেত্রে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পুজোর অনুমতি তাই দেওয়া হচ্ছে না। আবার পুজো উদ্যোক্তাদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম দাবি করেন, প্রায় ৫০ বছর ধরে ওই ক্লাব দুর্গাপুজো করছে। কোনও বছর অনুমতি নিয়ে সমস্যা হয় না। এ বছর ১১২ ফুটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে। যা নজির গড়তে পারে। প্রতি বারের মতো গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তাঁরা কোনও সিদ্ধান্ত জানাননি। আবার, কর্তৃপক্ষ কোনও আপত্তিও করেননি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই প্যান্ডেলের জন্য অনুমতি দেওয়া উচিত নয় বলার পরেই পুলিশ গিয়ে প্যান্ডেল তৈরিতে বাধা দেয়। ওই পুজো দেখতে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও আসতে পারেন, তাই পুজোর অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুন, মাল পুরসভার চেয়ারম্যানের পথেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ স্বপনের, হতে পারেন গ্রেফতারও

সঙ্গে তাঁরা এটাও জানান, এই পুজোর জন্য এক বছর ধরে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে নববর্ষের পর থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, বড় প্রতিমার যাবতীয় প্রতিবন্ধকতা মাথায় রেখেই তাঁরা আয়োজন করেছেন। ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু পুলিশের অনুমতি না মিললে শেষ মুহূর্তে সমস্ত আয়োজন ভেস্তে যেতে পারে। সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। দু’পক্ষেপ সওয়াল শুনে বিচারপতির পর্যবেক্ষণ, কর্তৃপক্ষ এত দিনেও কোনও সিদ্ধান্ত জানাননি কেন? অনুমতি দেওয়া হবে কি না, তা তাঁরা আরও আগে জানাতে পারতেন। বিচারপতি এর পরেই জানান, আদালত ২৪ ঘণ্টা সময় দিচ্ছে, তার মধ্যেই জেলাশাসককে এই পুজোর বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে। বিচারপতির মন্তব্য, ‘আদালত আশা করছে এমন ভাবার কোনও কারণ নেই যে, জেলাশাসক নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন না। তিনি কী সিদ্ধান্ত নেন পরবর্তী শুনানির দিন আদালত তা বিবেচনা করবে। বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট জেলাশাসককে। তাঁর সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী শুনানি হবে। ওই দিন বিকেলেই আবার মামলাটি শুনবে আদালত।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চতুর্থীতে অসুর হয়ে হাজির হচ্ছে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

চাহিদা তুঙ্গে, বর্ধমান থেকে মালয়েশিয়ায় গেল জামদানি

মাত্র ৯৯৯ টাকা ! পুজোয় ঘুরে আসুন ডুয়ার্স থেকে, মিলবে একাধিক সুবিধা

বন্ধ বেলুড় মঠ জেটি ঘাট, একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে লঞ্চ কর্মীরা

কেঁচো খুড়তে কেউটে! অপহরণ মামলার তদন্তে নেমে কোটি কোটি প্রতারণা চক্রের হদিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর