এই মুহূর্তে




তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, এমনই অভিযোগের ভিডিও(Video) সামনে এনে সরব বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা। সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন। এই ঘটনার ভিডিও ভাইরাল করে BLO র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি।

যদিও BLO র দাবি, ফর্ম গোছানো হচ্ছিল।বিলি করার কোন প্রশ্ন নেই। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এদিকে,ভোটার তালিকা সংশোধন অভিযান শুরুর প্রথম দিনেই বিতর্ক দেখা গেছে চাঁচলে। ভোটারদের তথ্য সংগ্রহের মাঝেই দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকায় BLO দের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ তৃণমূলের একঝাঁক কর্মীরা। BLO-র বদলে তৃণমূলের সহকারি সভাধিপতি, সহকারী সভাধিপতির উপস্থিতি দেখে BLO দের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব বিজেপি।

নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার হুশিয়ারি দিয়েছে বিজেপি।মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামের ঘটনা।বুধবার BLO দের সঙ্গে ঘুরতে দেখা যায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি কে। এই ঘটনা আসতেই সরব হয়েছে বিজেপি।রাজ্যের বিভিন্ন জায়গা থেকে BLO দের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে কখনো চায়ের দোকানে বসে কখনো কোন রাজনৈতিক নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগ সামনে আসছে।পরিস্থিতির ওপর নজর রাখছেন নির্বাচন কমিশনের কর্তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

টাকা না দেওয়ায় মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন করল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ