এই মুহূর্তে




ছট পুজো উপলক্ষে হাওড়া স্টেশনে স্পেশাল ক্যাম্প রেলের, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। যাতে যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে সহজে পৌঁছতে পারেন। এই উপলক্ষে হাওড়া স্টেশনে(Howrah Station) তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক। বিহারী ভোটারদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টা।প্রতিবছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। শুধু তাই নয় হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দুটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলোকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া। এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে। যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন(Extra Special Train) চালানো হচ্ছে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম(DRM) বিশাল কাপুর বলেন,” ছট উৎসবের জন্য এই মুহূর্তে ২০ টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকে তবে তাদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য তৈরি ক্যাম্পের বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।” প্রতিবছর ছট পুজোর আগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করলেও রেল হাওড়া স্টেশনে কখনো যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি। এইবার প্রথম অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হলো। সামনে বিহার বিধানসভা ভোট। বিহারীদের খুশি করার জন্য কি রেলের এই ব্যবস্থা ? এর উত্তরে ডিআরএম বলেন, “এ ব্যাপারে কোন মন্তব্য করব না। তবে রেল পেশাদার সংস্থা।

তাই যাত্রীরা যাতে ঠিকমত পরিষেবা পান তা আমরা দেখি।”তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়(Minister Arup Roy) বলেন ভোটের আগে বিহারীদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করেছে। এটা এক ধরনের রাজনৈতিক গিমিক। তবে রাজ্য সরকার ছটের জন্য দুদিন ছুটি ঘোষণা করেছে। গঙ্গার ঘাট গুলোকে সারানোর পাশাপাশি আলোর ব্যবস্থা করেছে। যেভাবে রেল হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে তাতে কোন লাভ হবে না।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ