23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:06 am
নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলা শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। আজ থেকেই শুরু হচ্ছে বিশেষ নজরদারি ব্যবস্থা। মেলার প্রস্তুতি, সুরক্ষা সহ সমস্ত দিক খতিয়ে দেখতে দু’দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সেই সফর শুরু হচ্ছে আজ থেকেই।
বুধবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামের হ্যালিপ্যাড থেকে কপ্টারে মুখ্যমন্ত্রী রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে উদ্বোধন করবেন গঙ্গাসাগর হ্যালিপ্যাডের। প্রশাসন সূত্রে খবর, এরপরে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন তিনি। বৈঠক করবেন সঙ্ঘের আধিকারিকদের সঙ্গে। পরিদর্শন করবেন মেলাপ্রাঙ্গণ।
এদিন তিনি পুজো দেবেন কপিল মুনি’র আশ্রমে। এরপর সন্ধ্যায় প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে একদফা বৈঠক করতে পারেন তিনি। রাতে থাকবেন গঙ্গাসাগরেই। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার গঙ্গাসাগর হ্যালিপ্যাড থেকে কপ্টারে করে ডুমুরজলা হ্যালিপ্যাডে ফিরবেন তিনি।
প্রসঙ্গত, কত দর্শনার্থী আসছেন সেই নজরদারির জন্য সমস্ত যানবাহনে ইনস্টল করা হয়েছে জিপিএস ট্র্যাকার। প্রশাসন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের অনুমান ভিড় হতে পারে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ। উল্লেখ্য, গঙ্গাসাগরের বিস্তীর্ণ জলপথের বহিরাগিতরা যাতে বেআইনি ভাবে প্রবেশ করতে না পারে, তার জন্য আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে বিশেষ নজরদারি ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তুলতে বড় জাহাজ, লঞ্চ ও একাধিক স্পিড বোর্ড ব্যবহার করবে উপকূল রক্ষী বাহিনী। ভেসেল এবং লঞ্চগুলিতে জিপিএস ট্র্যাকিং রাখা হবে। গঙ্গাসাগরের ঘাটগুলিতে নজরদারি জোরদার করতে ১, ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটারিং সিস্টেম চালু থাকবে। থাকছে মেগা কন্ট্রোল রুম এবং ড্রোনে নিয়মিত নজরদারির ব্যবস্থা।