27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:22 am
নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। সামনে এল মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) জেলা সফরসূচি। দেখে নিন কোথায় কবে? কেনই বা বীরভূম সফরের একদিন পরে আবারও বীরভূম সফর করবেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বীরভূম, মালদা, বর্ধমানে মুখ্যমন্ত্রীর জেলাসফর যথেষ্ট তাৎপর্য পূর্ণ।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানাচ্ছেন, আগামী ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী বীরভূমে যাবেন। বিকেলে বোলপুরে যাবেন তিনি। ওই দিন বীরভূমেই রাত্রিযাপন করবেন। ৩১ তারিখ তিনি যাবেন উত্তরবঙ্গের মালদহে। এরপরে ফের দক্ষিণবঙ্গে ফিরবেন মুখ্যমন্ত্রী। আগামী ১ ফেব্রুয়ারি বীরভূম জেলার বোলপুরের ডাকবাংলো মাঠে তিনি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। তারপরে ২ ফেব্রুয়ারি যাবেন বর্ধমান।
পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। বীরভূম সফরে গিয়ে তিনি একদিকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন। অন্যদিকে যেতে পারেন নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। তাঁর পাশে থাকার বার্তা দিতে পারেন সরাসরি। বীরভূম এখন অনুব্রত মণ্ডল শূন্য। তাই এই সময়ে, পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মন চাঙ্গা হবে। নতুন করে পাবে অক্সিজেন। তবে সরকারি মঞ্চ থেকে রাজ্যের কথাই বলবেন মুখ্যমন্ত্রী।