-273ºc,
Friday, 9th June, 2023 3:30 am
নিজস্ব প্রতিনিধি: দমবন্ধ হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছিল ৬ জনের। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৪ জন বাংলার। রাজ্যের সেই ৪ জনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তিনি শোকপ্রকাশও করেছেন।
জানা গিয়েছে, দিল্লির শাস্ত্রী পার্কে একটি বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন ৬ জন। জ্বলন্ত সেই কয়েল পড়ে গিয়েছিল গদিতে। গোটা ঘর ভরে গিয়েছিল কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডে। তার ফলেই দমবন্ধ হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৩ জন মালদার ও ১ জন উত্তর দিনাজপুরের বাসিন্দা।
শনিবার মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, ‘দিল্লি অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনকে হারিয়েছি আমরা। এঁদের মধ্যে ৩জন মালদা ও ১জন উত্তর দিনাজপুরের’। শোকস্তব্ধ হয়ে তিনি লেখেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি’। মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করেন তিনি।
In an extremely tragic fire incident in Delhi, we lost 3 precious lives from Malda & 1 from Uttar Dinajpur. I offer my heartfelt condolences to the bereaved families.
Along with a compensation of ₹2 Lakhs, all kinds of support will be extended to the families of the victims.
— Mamata Banerjee (@MamataOfficial) April 1, 2023
দিল্লি পুলিশ জানিয়েছে, গদিতে জ্বলন্ত মশার কয়েল পড়ার পরে গদি পুড়তে থাকে। বিষাক্ত গ্যাসে ঘর ভরে গেলে ওই ৬ জন অচৈতন্য হয়ে যান। তারপরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।