30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:12 pm
নিজস্ব প্রতিনিধি: ‘মঙ্গলে ঊষা, বুধে পা’, এভাবেই আবারও জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। একদিকে তৃণমূল সুপ্রিমোর চোখ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিকে। একদিকে তাঁর চোখ রয়েছে উত্তরপূর্ব ভারতের দু’ই রাজ্যের বিধানসভা নির্বাচনে। তাই জোড়াফুল শিবিরের চেয়ারপার্সন ছুটে বেড়াচ্ছেন ভিন রাজ্য থেকে নিজের রাজ্যের বিভিন্ন জেলায়। জেলা সফরে তাঁর সূচিতে রয়েছে মালদা এবং বীরভূম। তবে এবারের জেলা সফরের কর্মসূচি সম্পূর্ণ সরকারি।
৩১ জানুয়ারি, মঙ্গলবার মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১ ফেব্রুয়ারি, বুধবার যাচ্ছেন বীরভূমে। মালদার গাজোলের কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই কর্মসূচিতে বীরভূম জেলার বোলপুরে যাবেন তিনি। এভাবে বিভিন্ন জেলায় সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উপভোক্তাদের হাতে তিনি তুলে দেবেন সুবিধা প্রাপ্তির নথি। মঞ্চ থেকেই বিতরণ করবেন সাইকেল।
উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে সফর করেছিলেন তিনি। তারপরে উত্তরবঙ্গের তিন জেলা- আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িকে নিয়ে আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। উপস্থিত থেকেছিলেন তিনি। ফেব্রুয়ারি মাসে আরও কয়েকটি জেলায় সফর করার কথা রয়েছে তাঁর।
৩১ জানুয়ারি কলকাতা থেকে হেলিকপ্টারে করে মালদায় যাবেন মুখ্যমন্ত্রী। মালদা থেকে হেলিকপ্টারে করেই বীরভূমে যাবেন তিনি। বীরভূম থেকে তিনি দেউচা-পচামি প্রকল্পের জমিদাতাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে পারেন সরকারি চাকরির নিয়োগপত্র।
অন্যদিকে, আগামী বছরে লোকসভা নির্বাচন। এখন থেকেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সবুজ শিবির। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে হবে বিধানসভা উপনির্বাচন। এই কেন্দ্রেও জোরকদমে প্রচারে নেমেছে জোড়াফুল শিবির।