এই মুহূর্তে




মধ্যপ্রদেশে শিশুমৃত্যু নড়াল টনক, বাংলায় নিষিদ্ধ কোল্ডরিফ কাফ সিরাপ

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের পর বাংলাতেও নিষিদ্ধ হল কোল্ডরিফ কাপ সিরাপ। মধ্যপ্রদেশে এই কাফ সিরাপের জেরে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। ফলে একের পর এক রাজ্যে এবার কোল্ডরিফ নিষিদ্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বেঙ্গল কেমিস্টস এন্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে যে কোল্ডরিফ কাফ সিরাপ খুচরো ও পাইকারি আর কোনও বাজারেই বিক্রি করা যাবে না। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অবিলম্বে সেই নির্দেশ লাগু হয়েছে বলে জানানো হয়েছে।

বিসিডিএ সচিব পৃথ্বী জানিয়েছেন, “মধ্যপ্রদেশে ওই কাফ সিরাপের যে ব্যাচ খেয়ে একাধিক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ব্যাচের সিরাপ পশ্চিমবঙ্গে ঢোকেনি। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা স্বরূপ আমরা সকল ওষুধ বিক্রেতা এবং ব্যবসায়ীকে জানিয়েছি কোল্ডরিফ কাফ সিরাপ আর ব্যবহার করা যাবে না। বাংলার সব ওষুধ বিক্রেতার সঙ্গে ১১ অক্টোবর মিটিং হবে। সেই মিটিংয়ে অ্যাডভাইজারি জারি হলে তা আনুষ্ঠানিকভাবে সকলকে জানিয়ে দেবে বিসিডিএ।”

এরপরেই মানুষের মনে আশঙ্কা তৈরি হচ্ছে যে কলকাতায় এই একটি ব্র্যান্ডেরই যে কাফ সিরাপ পাওয়া যায় তা তো নয়, অন্যান্য আরও অনেক ব্র্যান্ড রয়েছে। কিন্তু বাজার চলতি সে সব কাফ সিরাপ যে বিষাক্ত নয়, তার প্রমাণ কি? সেগুলি স্বাস্থ্যের জন্য কতখানি নিরাপদ, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই কোল্ডরিফ কাফ সিরাপের নির্মাতা সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য ওষুধ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশ দিয়েছে যে কাফ সিরাপগুলি অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকেই নিতে হবে এবং স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট তারপর পর্ষদের লাইসেন্স কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞরা আবার অন্য আশঙ্কা করছেন। তাঁদের বক্তব্য অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যাচ্ছে ডাইথাইলিন গ্লাইকল এবং ইথাইলিন গ্লাইকলের যে নমুনা ওই কাফ সিরাপে পাওয়া গিয়েছে সেগুলি কিডনি বিকলে সহায়ক।

শিশুরোগ বিশেষজ্ঞদের বক্তব্য কাফ সিরাপে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হয়েছে। এই ঘটনা বন্ধ করার জন্য দরকার কড়া নজরদারি। তাহলেই এই ধরনের ঘটনা ঘটা বন্ধ হতে পারে। সঙ্গে তাঁরা এও জানিয়েছেন যে বর্তমানে ইন্টারনেটের যুগে গুগল সার্চ করেও শিশুদের ওষুধ খাওয়ানো হয়। সেরকম কিছু না করে যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

মধ্যপ্রদেশে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে কোল্ডরিফ কাফ সিরাপ খেয়ে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও এই ওষুধ খেয়ে বেশ কয়েকজন শিশুর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে কোল্ডরিফ কাফ সিরাপ।  এবার পশ্চিমবঙ্গ এসে গেল সেই তালিকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

SIR আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী ১ মহিলা, ঝাঁপ দিলেন মালগাড়ির সামনে

কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে অসুস্থ বিএলও, ভর্তি হাসপাতালে

SIR নিয়ে ব্যস্ততা তুঙ্গে, পিছিয়ে গেল শীতকালীন অধিবেশনের দিনক্ষণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ