এই মুহূর্তে




কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বিতর্ক, বিবৃতি কৃষ্ণনগর জেলা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বিশৃঙ্খলা। এবার সেই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কুকথার অভিযোগ উঠেছে। এবার সেটা নিয়েই বিবৃতি দিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। ভাসানপর্ব মোটের ওপর শান্তিপূর্ণ বলেই জানাচ্ছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কিছু সমস্যা হয়েছে এদিনের ভাসানে। কৃষ্ণনগর চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যরা মহিলা পুলিশকর্মীদের হেনস্থা করেছেন। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। যদিও এই কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপরেই বিবৃতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কৃষ্ণনগর হোক বা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় হয়। ভাসানেও সেই রেশ থাকে। প্রচুর পরিমাণে জন সমাগম ঘটে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা সঠিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের সামনে। এখানে বিসর্জন পদ্ধতি একটু অন্যরকম। বেহারাদের কাঁধে করে মা যায় নিরঞ্জনের জন্য। প্রতিবরছরই কোনওনা কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে পুলিশ দক্ষ হাতে সবটাই সামাল দেওয়ার কাজ করে। এবারো সেটা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এবারও অশান্তি হয়েছে বলে জানান কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল। তিনি বলেন, পুজো কমিটির লোকেরা মহিলা পুলিশ কর্মীদের সম্পর্কে অশালীন আচরণ করেছেন। হেনস্তার চেষ্টা করা হয়েছে। আইসি সেই ঘটনার প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদ করার ছবি ভুলভাবে ব্যাখ্যা করার অভিযোগ উঠছে। চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা বাধে শোভাযাত্রা চলাকালীন। নির্দেশ অমান্য ওই পুজো কমিটি নির্দিষ্ট জায়গার বদলে অন্যত্র প্রতিমা দাঁড় করিয়ে রাখে। এরজেরে প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে। সেই সময়ে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা শান্তিপূর্ণ ভাবে নিরঞ্জন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে। এক কথা দু কথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে দেখা যায় পুলিশকে। এই নিয়েই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২দিনে ২০০-র বেশি প্রতিমা বিসর্জন হয়েছে। শুধুমাত্র একটি পুজো কমিটি অশান্তি করেছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ