এই মুহূর্তে




মিলল না জামিন, ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ

নিজস্ব প্রতিনিধি: মিলল না জামিন, নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে খারিজ হয়ে গেল অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন। জামিনের আর্জি জানিয়েছিলেন জীবনকৃষ্ণের আইনজীবী। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল সেই জামিনের আবেদনের শুনানি। বিচারক সেই আর্জি খারিজ করে দেন। জীবনকৃষ্ণ সাহাকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার শুনানিতে জীবনকৃষ্ণের আইনজীবীর উদ্দেশে বিচারক জানান, একটি মানুষের জন্য ২৫ হাজার জনের জীবন নষ্ট হয়ে গিয়েছে। বিধায়কের আইনজীবীর বক্তব্য, গ্রেফতারির আগে এবং পরে জীবনকৃষ্ণের বয়ান নেওয়া হয়েছে। জমা পড়ে গিয়েছে চার্জশিটও। তাহলে জামিন দিতে সমস্এযা হওয়ার কথা নয়। তাই তাঁকে যাতে যে কোনও শর্তে জামিন দেওয়া হয়, সেই ব্যবস্থাই করেছিলেন জীবনকৃষ্ণের আইনজীবী। আদালতে আর্জিও জানিয়েছিলেন।  কিন্তু বিচার ভবনের বিশেষ ইডি আদালত আবেদন নামঞ্জুর করে দিয়েছে।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ককে তাই গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। তারপরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। পুজোর ছুটির মধ্যে জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্এযেই আবার আদালতে বিধায়কের জামিন চেয়ে আর্জি জানান তাঁর আইনজীবী। কিন্তু শেষ পর্যন্ত ধোপে টিকল না অনুরোধ, আবেদন। বৃহস্পতিবার বিশেষ ইডি আদালত সেই আবেদন খারিজ হয়ে দিয়েছে।

বস্তুত, নিয়োগ মামলায় জীবনকৃষ্ণকে এর আগে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও গ্রেফতার করেছিল। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং উচ্চ আদালত থেকে জামিন পেয়ে যান তিনি। কিন্তু তার পরে কেন জীবনকৃষ্ণকে আবার গ্রেফতারের প্রয়োজন পড়ল, তা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকেও।

তখন ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্থিক দুর্নীতির যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে এমন তথ্য মিলেছে যে জীবনকৃষ্ণ ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি লেনদেন করেছেন। ইডির দেওয়া তথ্যে উঠে আসে গ্রামীণ ব্যাঙ্কে স্ত্রীর অ্যাকাউন্টে লেনদেনের বিষয়টিও। পাশাপাশি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়া এবং তা ফেরত দেওয়া সংক্রান্ত অভিযোগের কথাও জানায় ইডি। চার্জশিটে এই সকল বিষয়ই উল্লেখ করা হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ