এই মুহূর্তে




টাকা না দেওয়ায় মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন করল গুণধর ছেলে

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন।ছেলে গ্রেফতার।অভিযুক্তকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।দাসপুর থানার অন্তর্গত সুজানগর গ্রামের(Sujanagar Village) ঘটনা।অভিযুক্ত ওই ঘাতক ছেলের নাম আকাশ মাঝি(Akas Majhi)। মায়ের নাম মিঠু মাঝি(Mithu Majhi)।পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। যে কাঁটারি দিয়ে সে তার মাকে খুন করেছে সেই কাঁটারিটিও উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে মা ও ছেলে ওই এলাকায় একটি ব্যবসা চালাতেন।

ছেলে এবং মায়ের বিবাদ লেগে থাকতো।বুধবার বিকেলে মা ও ছেলের মধ্যে বাদানুবাদ হয়।ওই সময় ছেলে তার মাকে কাঁটারি দিয়ে কুপিয়ে খুন করে। সজোরে মাথায় আঘাত করে।পুলিশে খবর গেলে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে, অভিযুক্ত এই খুনের কথা স্বীকার করে। তার রক্ত মাখা জামা কাপড় পুলিশ তদন্তের স্বার্থে আটক করেছে। তাকে ঘাটাল আদালতে বৃহস্পতিবার পেশ করা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ঘাটাল মহকুমা আদালত। যদিও তদন্তের স্বার্থে পুলিশ ছেলেদেরকে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল।

এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে প্রায়শই টাকার জন্য ছেলে চাপ দিত মাকে। টাকা না পেলেই মায়ের সাথে অশান্তি করত ছেলে।মনস্তত্ত্ববিদদের মতে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা অত্যন্ত জেদি। বড় বেশি আত্মকেন্দ্রিক। নিজের স্বার্থের প্রতি পুরোপুরি নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী প্রত্যাশা না মিটলে তারা হিংস্র হয়ে ওঠে। অধিকাংশ ক্ষেত্রে সেই হিংসার বলি হন মা ও বাবারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

বিলাসবহুল জীবন যাপনের জন্য একের পর এক চুরি, চুঁচুড়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ