এই মুহূর্তে




সাঙ্ঘাতিক ঘটনা, বয়স্ক মানুষদের প্রতারণার ছক, গ্রেফতার অস্থায়ী ব্যাঙ্ক কর্মী




নিজস্ব প্রতিনিধি,ডোমজুড়: ব্যাঙ্কে বসেই প্রতারণা। গ্রেফতার অস্থায়ী ব্যাঙ্ক কর্মী। মোটা অঙ্কের টাকা নিয়ে পেনশন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। পেনশন তুলতে এসে বিপাকে বছর ৭০ এর কানাইলাল দাস। ওই বৃদ্ধের অভিযোগে রাকিবুল ইসলাম নামে ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। ডোমজুরের পার্বতীপুরের একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ঘটনা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই ব্যাংক চত্বরে। পুলিশ গুরুত্ব সহকারে এই অভিযোগের তদন্ত শুরু করেছে।

বৃদ্ধের বয়ান রেকর্ড করা হয়েছে। ব্যাংকের অন্যান্য গ্রাহকদের বয়ান ও রেকর্ড করেছে পুলিশ। ব্যাংকের ম্যানেজারের বয়ান সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় বেশ কিছুক্ষন ওই রাষ্ট্রয়াত্ব ব্যাংকে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। ধৃত ওই অস্থায়ী ব্যাংক কর্মী আর কোন কোন বয়স্ক গ্রাহকদের এই ধরনের ফাঁদে পেলে প্রতারিত করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ওই বৃদ্ধর কাছ থেকে লিখিত অভিযোগ সংগ্রহ করেছে পুলিশ। এই ধরনের প্রতারণার ঘটনায় ওই ব্যাংকে আসার সকল গ্রাহকরাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন।প্রতারিত কানাইলাল দাস জানান, তিনি তার অবসর সময় যে টাকা পেয়েছিলেন তার থেকে ১ লক্ষ টাকা ওই বেসরকারি ব্যাংকে যখন জমা দিতে আসেন তখন ব্যাংকের অস্থায়ী কর্মী রাকিবুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়।

তিনি নিজে উদ্যোগ নিয়ে ওই বৃদ্ধর টাকা ফিক্সড ডিপোজিট করে দেন ওই ব্যাঙ্কে। এরপর প্রতিমাসে যখন ওই বৃদ্ধ ব্যাঙ্কে সুদের টাকা বাবদ ২০০০ টাকা নিতে আসতেন তখন এই অস্থায়ী ব্যাঙ্ক কর্মী তাকে ক্যাশ কাউন্টারে যেতে না দিয়ে তার কাছ থেকে চেক নিয়ে সই করিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিতেন। এইভাবে সরল বিশ্বাসে ঐ বৃদ্ধ নিজের খালি চেকে সই করে ওই ব্যাঙ্ক কর্মীকে দিয়ে তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সুযোগে ওই অস্থায়ী ব্যাঙ্ক কর্মী সেখানে দফায় দফায় টাকার অংক বসিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এরপর বুধবার ওই বৃদ্ধ টাকা তুলতে এসে দেখে অস্থায়ী ব্যাঙ্ক কর্মী রাকিবুল ওই ব্যাঙ্কে আর নেই। তিনি ক্যাশ কাউন্টারে নিজের চেক বাবদ সুদে দু হাজার টাকা নিতে গিয়ে দেখেন তার একাউন্টে আর টাকা নেই। এই গোটা ঘটনার পর ওই বৃদ্ধ এবং তার পরিবার ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানালে তারা ব্যাঙ্কের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পান রাকিবুল কিভাবে ওই বৃদ্ধর চেয়ে জমা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় সকলেই ওই অস্থায়ী কর্মী রাখিবুল ইসলামের কঠোর শাস্তি দাবী করেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাকিবুলকে ধরে ওই বৃদ্ধর টাকা কিভাবে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে লাগাতার প্রতারণা, ঠাঁই হল শ্রীঘরে

১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! মোবাইল ট্র্যাক করে উদ্ধার অপহৃত শিক্ষক

নিবেদিতা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা গার্ড রেলে, রাস্তায় ছিটকে পড়লেন যাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ