এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এগরা বিস্ফোরণের তদন্তভার নিল সিআইডি

নিজস্ব প্রতিনিধি, এগরা: পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিল সিআইডি। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ওই বাজির কারখানাতে এর আগেও পুলিশ হানা দিয়েছিল ওই কারখানাতে । পুলিশ তাকে গ্রেফতার ও করেছিল এবং কারখানাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু সম্প্রতি আদালত থেকে জামিন পান ভানু বাগ এবং সে আবার ওই বেআইনি বাজির কারখানা শুরু করেছিল। উড়িষ্যা সীমান্তে এই কারখানাটি রয়েছে।মালিক ভানু বাগ বিস্ফোরণ আহত হন এবং তারপর সে উড়িষ্যাতে পালিয়ে যায়।এগরার খাদিকুল গ্রামে একাধিক বাড়িতে বেআইনিভাবে তৈরি হয় বাজি।

প্রতিটি বাড়িতে বেআইনিভাবে মজুত থাকে বাজির মশলা। কোন বৈধ লাইসেন্স নেই তাদের। পরিবার গুলি বাজি তৈরি করেই তাদের রুজি রোজগার করে এমনটাই দাবি গ্রামবাসীদের। একাধিক বাড়িতে এভাবেই বছরের পর বছর তৈরি হচ্ছে বাজি। এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে বাজি কারখানাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ।পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার দাবি করেন, আহতের সংখ্যা আরো বাড়তে পারে।সূত্রের খবর, এই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাজি কারাখানার ভিতর ইতিউতি ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে।বিস্ফোরণে আস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে। বাড়িতে থাকা ব্যক্তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার উপর পড়ে ।

ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে যায় । কীভাবে বিস্ফোরণ এবং কতজনের মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। দিন বিস্ফোরণের পর ঘটনার স্থলে তদন্তে এবং উদ্ধার কাজে গেলে একলা থানার আইসি মৌসম চক্রবর্তী সহ কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করেন গ্রামবাসীরা। বাজি কারখানায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার কোনও অনুমোদন ছিল নাকি তা সম্পূর্ণ বেআইনি, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্থানীদের বক্তব্য, বেআইনিভাবে এখানে বাজি কারখানা চলছিল। গোটা গ্রামটিতেই একের পর এক বাড়িতে বেআইনি বাজি তৈরি হয় এবং তার মশলা মজুত থাকে ।কারোর কোন বৈধ লাইসেন্স নেই ।

বিস্ফোরণের ফলে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এদিকে বিস্ফোরণে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা বাড়ির ছাদ উড়ে গিয়েছে, শুধু বাড়ির কাঠামো সেখানে পড়ে রয়েছে। আশেপাশের এলাকার মানুষ ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন। বাড়িতে বাজি না বোমা বানানো হচ্ছিল, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীদের একাংশ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুতের আমলে বিশ্বভারতীতে বন্ধ ‘কন্যাশ্রী’ শুরু করতে উপাচার্যকে চিঠি অভিভাবকদের

লোকসভা ভোটের আগে ময়ূরেশ্বরে ২ সশস্ত্র দুষ্কৃতী হাতেনাতে পাকড়াও

রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের ‘লাল সর্তকতা’ জারি

‘সমুদ্রসাথী’ প্রকল্পে মৎস্যজীবীদের নাম নথিভুক্ত নিয়ে বিভ্রাট, ক্ষুব্ধ মৎস্যজীবীরা

‘এ রাজ্যে তো কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই-ভাই সঙ্ঘ’, কটাক্ষ মমতার

‘কে কী খাবে তা নিয়ে আপনারা কেন ধমকাবেন’, প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর