এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সোঁদরবনে বাঘ বেড়েছে, বাড়ানো হচ্ছে অভয়ারণ্যের পরিধিও

নিজস্ব প্রতিনিধি: বাংলার গর্ব সুন্দরবন(Sundarban) যাকে স্থানীয় বাসিন্দারা ‘সোঁদরবন’ বলেই চিহ্নিত করে থাকেন। সেই সুন্দরবনেই রয়েছে ডোরাকাটা সুন্দরী। সেখানেই সংখ্যায় ক্রমশ বেড়ে চলেছে ডোরাকাটারা। কিন্তু তাদের এই সংখ্যাবৃদ্ধির পাশাপাশি বাড়েনি তাদের খাদ্যের সম্ভার। বরঞ্চ সেখানে খাদ্যের অভাব দেখা দিয়েছে। আর সেই খাদ্যের অভাবের জন্যই ডোরাকাটারা বার বার বন থেকে বেড়িয়ে হানা দিচ্ছে লোকালয়ে। তুলে নিয়ে যাচ্ছে মানুষকে, সাবাড় করছে গবাদি পশুকে। এই সমস্যার সমাধান করতেই এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের বনদফতর(Forest Department)। ঠিক করা হয়েছে সুন্দরবনে যে সজনেখালি অভয়ারণ্য রয়েছে তার আকার ও আয়তনেও বাড়ানো হবে যাতে বাঘেরা তাদের বিচরণভূমি আরও বেশি করে পায়। 

জানা গিয়েছে চলতি বছরের বাঘ(Royal Bengal Tiger) সুমারিতে সুন্দরবনে বাঘ বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়। শেষ বাঘ সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা পড়েছিল ৯৬। কিন্তু এবার তা বেড়ে হয়েছে ১৩৪। অর্থাৎ বাঘ বেড়েছে ৩৮টি। আর এই বাঘ বৃদ্ধির ঘটনা সব থেকে বেশি ধরা পড়েছে সুন্দরবনের পশ্চিম এলাকায় যা লোকালয়ের কান ঘেঁষে রয়েছে। সেই কারনেই বার বার লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা যেমন ঘটেছে তেমনি বাঘের হামলায় একের পর এক মৎস্যজীবীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার এই ঘটনা ঠেকাতে রাজ্য বনদফতর সুন্দরবনের পশ্চিম ডিভিশন কে দুটি রেঞ্জে(Range) ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারকে। সেই দুটি রেঞ্জকে আবার ৩টি করে মোট ৬টি বিটে(Bit) ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই বিটের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফরেস্ট ডিভিশনের বেশ কিছুটা এলাকা যুক্ত করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে আড়ে বহরে বাড়বে সুন্দরবনের এলাকা। বাঘেরাও তাদের বিচরণের জন্য অতিরিক্ত জমি পেয়ে যাবে। কমবে মানুষের সঙ্গে বাঘের সংঘাতের ঘটনা। 

রাজ্য বনদফতর সূত্রে থেকে জানা গিয়েছে, এতদিন মাতলা রেঞ্জের অধীনে ছিল ঝড়খালি বিট। এই ঝড়খালিকেই আলাদা রেঞ্জ করে তাকে হেরোভাঙা, কুলতলি, নলগোড়া – এই ৩টি বিট আর বনি ক্যাম্পে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, কলস বিট ছিল রায়দিঘি রেঞ্জের অধীনে। তাকে আলাদা রেঞ্জের তকমা দিতে চেয়ে কলস আর চুলকাঠি – এই দু’টি ক্যাম্পে ভাগ করার প্রস্তাব দিয়েছে বনদফতর। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) জানিয়েছেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সেই কারণেই এভাবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকাকে বাড়িয়ে আরও রেঞ্জ ও বিট এলাকায় ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সজনেখালি-সহ পাঁচটি রেঞ্জেও বাঘ বেড়েছে বলে খবর। মানুষের সঙ্গে তাদের সংঘাত কমাতে বনের সীমানায় স্টিল ফেন্সিংও দেওয়া হবে।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ছে উদ্বেগ, বঙ্গে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৩০

মিতালীকে সামনে রেখেই আরামবাগ জয়ের ছক তৃণমূলের

ভোটের আগে এগরা থেকে উদ্ধার হাঁড়ি ভর্তি বোমা, এলাকায় চাঞ্চল্য

চোরাশিকারিদের হামলায় সুন্দরবনে মৃত্যু বন রক্ষীর

হান্নানের উলুবেড়িয়ায় এখন সুলতান-সাজদার লড়াই, জয় শুধুই সময়ের অপেক্ষা মাত্র

লকেট রচনা দ্বৈরথের আড়ালে লুকিয়ে কৃষি-শিল্পের বিবাদ, সাক্ষী সিঙ্গুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর