এই মুহূর্তে




ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পরের দিন জামিন পেলেন আদালতে

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সই নকল করে দলীয় প্যাডের পাতা তৈরি করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ(Ex Chairman Bivas Chandra Ghosh)। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছিল ঘাটাল থানা। বুধবার আদালতে পেশ করার পর জামিন পেলেন বিভাস চন্দ্র ঘোষ। তবে তার জামিনে বেশকিছু শর্ত আরোপ করেছে আদালত। একটি চিঠি social মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে বিভাস ঘোষকে জেলা সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি সামনে রেখে সে নাকি বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছিলেন। পরপর দু’বারের পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতে তৃণমূল নেতৃত্ব পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

সেই অনুযায়ী মঙ্গলবার ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষকে ডেকে পাঠায় পুলিশ। দীর্ঘক্ষন ঘাটাল থানার অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করার পর বক্তব্যে অসংগতি পেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে  তিনি লক্ষাধিক টাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তুলেছেন। এরপর বুধবার ঘাটাল মহকুমা আদালতে(Ghatal Court) বিভাস ঘোষকে হাজির করা হলে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। তদন্তের স্বার্থে আগামী দুই সপ্তাহ তাকে থানায় হাজিরা দিতে বলা হয়। পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করা নির্দেশ দেওয়া হয়। আগামী ২৯ অক্টোবর আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে পুলিশ। তারপর পরবর্তী নির্দেশ দেবে আদালত।

ঐদিন আদালতে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ব্যক্তিগত জামিন পাওয়ার পর তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন ঘাটালের চেয়ারম্যানের মন্তব্য তিনি দলীয় চক্রান্তের শিকার হয়েছেন। তার দাবি তিনি দুবারের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পুরো আইন সম্পর্কে তিনি জানেন। আর ওই চিঠি প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। বিভাস ঘোষের আইনজীবী অভিযোগ করেন পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য তাকে ডেকে গ্রেফতার করে। কিন্তু আদালত কেস ডায়েরী খতিয়ে দেখার পর শর্ত সাপেক্ষে তার মক্কেলকে জামিন দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ