নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোবর্ধন পুজোর মধ্য দিয়ে ছট পুজোর সূচনা হল বুধবার। এদিন সকালে ছট ভক্ত মহিলাদের গোবর্ধন পুজোর আয়োজন করতে দেখা যায়। হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষদের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নিয়ম মেনে তারা এই পুজোর আয়োজন করেন। প্রতি বছরই ছট পুজোর সূচনা হয় গোবর্ধন উৎসবের মধ্য দিয়ে। এই পুজো মূলত মহিলারাই করেন। সূর্য ও গো-দেবতাকে স্মরণ করেন তারা। ছোলা, গুড়, মটর, বাতাসা, গোবর, প্রদীপ ইত্যাদি উপকরণ দিয়ে হয় গোবর্ধন পুজো(Gobardhan Puja) । মহিলারা এদিন উপোস করে এই পুজো করেন। পুজো শেষে সকলে একে অপরের কপালে সিঁদুর পড়িয়ে দেওয়ার রীতি রয়েছে।
জলপাইগুড়ি(Jalpaiguri) মাসকালাইবাড়ি হনুমান মন্দির সংলগ্ন এলাকায় এদিন গোবর্ধন পুজো করতে দেখা যায় ছট ভক্তদের। পরিবারের মঙ্গল কামনায় এই পুজো হয়ে থাকে বলে জানান ছট ভক্তরা। এদিকে ধূপগুড়িতে আংরাভাষা এলাকায় রাস্তা আটকে চাঁদা তোলা আটকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জলপাইগুড়ি অ্যাডিশনাল এসপি (Add.S.P.)ওয়ান্টেড ভুটিয়া। জানা যায় ,রাস্তা আটকে চাঁদা তুলছিল এই অভিযোগ পেয়ে নিজে সেই এলাকায় যান এলাকা পরিদর্শনে।
এরপরই যারা চাঁদা তুলছিল তারা চড়াও হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এর উপর।অভিযোগ পাথর নিয়ে ছুড়তে থাকে এলাকার যুবকরা । যার কারণে পুলিশ সুপার গ্রামীন ওয়ান্টেড ভুটিয়া এর মাথায় আঘাত লাগে। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তিনজনকেই রিমান্ডের আবেদন জানানো হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।